ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চোরা শিকারির গুলিতে আহত হাতির মানুষের কাছে আকুতি-

প্রকাশিত: ০৩:৪৩, ৪ জুন ২০১৬

চোরা শিকারির গুলিতে আহত হাতির মানুষের  কাছে আকুতি-

চোরা শিকারিদের গুলিতে আহত হয়ে একটি হাতি সাহায্যের হাত বাড়াতে আকুতি জানিয়েছে মানুষের কাছে। এমনভাবে সে আকুতি জানিয়েছে যে তাতে বিস্মিত হয়েছেন নিক মাইলিন ও তার অতিথিরা। জিম্বাবুয়েতে ঘটেছে এ বিস্ময়কর ঘটনা। খবর ডেইলি মেইল ও টেলিগ্রাফের। গুলি খেয়ে বেন নামের পুরুষ হাতিটি বুমি হিলস সাফারি লজের কাছে ছুটে যায়। এ সময় ম্যানেজার নিক মাইলিন খুব দ্রুত বুঝতে পারেন যে, হাতিটি খোঁড়াচ্ছে এবং গুরুতর আহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, সে সময় লজের দায়িত্বরত পশুচিকিৎসক সাপ্তাহিক ছুটিতে ছিলেন। ফলে ডাকা হয় আরেক পশু চিকিৎসককে। তিনি হাতিটির চিকিৎসা সেবা দিতে হারারে থেকে দু’শ মাইল দূরে ছুটে যান। ছয় ঘণ্টা লাগে তার ঘটনাস্থলে পৌঁছাতে। এ সময়টাতে বেন ধৈর্য সহকারে অপেক্ষা করে। খেয়েছে পানি আর ঘাস। বিশেষজ্ঞরা ৩০ বছর বয়সী হাতিটিকে শান্ত করেন এবং পরীক্ষা নিরীক্ষা করে বেনের কাঁধে গভীর ক্ষত দেখতে পান। ধারণা করা হয়, চোরা শিকারিদের গুলির আঘাতেই এমনটি হয়েছে। যিনি প্রথম হাতিটির চিকিৎসা করেন তার নামেই এর নাম হয় বেন। এরপর চিকিৎসকরা বেনের কানের কাছে আরও দুটি বুলেটের ক্ষত দেখতে পান। কখন এ দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। তবে চিকিৎসকদের সেবায় বেনের ক্ষত সেরে উঠছে। অবস্থার উন্নতি পর্যবেক্ষণে তাকে একটি ট্রাকিং ডিভাইসও পরিয়ে দেয়া হয়েছে।
×