ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৮:৫৭, ৩ জুন ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় ॥ ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব হবে না। এ বিষয়টি বিবেচনায় রেখেই বর্তমান সরকার বিজ্ঞান গবেষণা ও উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। বিজ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে না পারলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলানো যাবে না। যে দেশে প্রযুক্তির ব্যবহার বেশি সে দেশ তত উন্নত। প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। আমাদের তরুণ-তরুণীরা প্রযুক্তির সঙ্গে দ্রুত নিজেদের মানিয়ে নিয়েছে। আমি আশাবাদী আমাদের দেশ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হতে খুব বেশি সময় লাগবে না। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা প্রবীণেরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। এখন তরুণ প্রজন্ম ও নবীন বিজ্ঞানীদের দায়িত্ব হচ্ছে বিজ্ঞানের উন্নয়ন ও গবেষণার মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নত ডিজিটাল দেশে পরিণত করা। পুরোপুরিভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারলে দেশে কোন বেকার থাকবে না। আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
×