ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের এ্যাওয়ে ম্যাচ তাজিকিস্তানে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ৩ জুন ২০১৬

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের এ্যাওয়ে ম্যাচ তাজিকিস্তানে বিধ্বস্ত বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্ষীণ হলেও একটা আশা তো ছিলই। কিন্তু সে আশায় গুড়েবালি! পাত্তাই পেল না ‘বেঙ্গল টাইগার্স’ দল। তাদের ফুটবল শেখাল ‘দ্য পারশিয়ান লায়ন্স’ বাহিনী। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফের এ্যাওয়ে ম্যাচে বৃহস্পতিবার রাতে স্বাগতিক তাজিকিস্তানের কাছে ৫-০ গোলে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ফিরতি ম্যাচে বাংলাদেশ আগামী ৭ জুন ঢাকায় নিজেদের মাটিতে মোকাবেলা করবে তাজিকদের। সে ম্যাচে কমপক্ষে ৬-০ গোলে জিতলেই মিলবে বাছাইপর্বে যাওয়ার ছাড়পত্র, যা বলতে গেলে অসম্ভবই মামুনুলদের জন্য। স্বাগতিক হওয়ার সুবিধাটা ভালমতোই কাজে লাগিয়েছে তাজিকিস্তান। ম্যাচের ১৯ মিনিটে জাহোনগির এরগাসচেভের গোলে এগিয়ে যায় তাজিকিস্তান। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহোনগির। ৩৩ মিনিটে পারভিজচন উমারবোয়েভ আরেকটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ৪৯ মিনিটে আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জাহোনগির (৪-০)। ৭১ মিনিটে স্কোরলাইনকে ৫-০ তে পরিণত করেন উমেদজন শারিপভ। দুশানবেতে সেন্ট্রাল রিপাবলিক স্টেডিয়ামে (পামির স্টেডিয়াম) চর্মগোলকের দ্বৈরথে অবতীর্ণ হওয়ার আগে অনেক আশার কথা (ফুটবল রসিকদের মতে- ‘যত বড় মুখ নয়, তত বড় কথা!’) শুনিয়েছিলেন বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ। খেলোয়াড়রা প্রত্যেকেই উদ্দীপ্ত ও প্রতিজ্ঞাবদ্ধ ম্যাচটির জন্য, দলের অবস্থা ভাল, কোন সমস্যা নেই, ভাল অনুশীলন-প্রস্তুতি হয়েছে ... এমনি আরও কত কি! কিন্তু কথাকে কাজে পরিণত করেনি সুযোগ্য দ্রোণাচার্য্যরে সুযোগ্য শিষ্যরা! এ পর্যন্ত বাংলাদেশ ও তাজিকিস্তান ১০ ম্যাচে পরস্পরের মোকাবিলা করেছে। তাজিকিস্তান জিতেছে ৬ ম্যাচে, বাংলাদেশ ১ ম্যাচে। ড্র হয়েছে ৩টি ম্যাচ।
×