ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ নিয়োগ পরীক্ষা

স্বাধীনতা নার্সেস পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

প্রকাশিত: ০৮:০৮, ৩ জুন ২০১৬

স্বাধীনতা নার্সেস পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

স্টাফ রিপোর্টার ॥ দেশের নার্স সঙ্কট এবং বেকার নার্সদের অবস্থা বিবেচনা করে আগামী অর্থবছরে (২০১৬-২০১৭) আরও ৩ হাজার নার্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে আজ শুক্রবার নার্স নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নার্স সঙ্কট নিরসনে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নার্সদের সংগঠন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার সংগঠনের আহ্বায়ক সুমনা নাহার বেগম ও সদস্য সচিব আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের প্রতি আন্তরিকভাবে সহানুভূতিশীল বলেই তাদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছেন। এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কয়েক হাজার বেকার তথা হাজারও পরিবারের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কোটি কোটি মানুষের স্বাস্থ্য সেবার ভিত মজবুত হবে।
×