ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক আয়েশা আরেফিন

প্রকাশিত: ০৭:১২, ৩ জুন ২০১৬

কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক আয়েশা আরেফিন

সভ্যতার অগ্রযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী বিজ্ঞানীদের বহু সাফল্য জাতিকে গর্বিত করেছে। তারই ধারাবাহিকতায় ন্যানো সায়েন্সের মতো আধুনিকতম বিজ্ঞানে সফলতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের তরুণ এক নারী বিজ্ঞানী। ন্যানো- প্রযুক্তির মাধ্যমে বিশ্বের প্রথম, চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কার ‘কৃত্রিম মানব ফুসফুস’ তৈরি করেছেন জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা। তরুণ কৃতী বিজ্ঞানী আয়েশা এই উদ্ভাবনের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে অসামান্য অগ্রগতি সাধন করেন, সঙ্গে এই আবিষ্কার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে আনেন এক বিশেষ উচ্চতায়। জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা বর্তমানে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে ন্যানো-সায়েন্সের ওপর ডক্টরেট করছেন। সঙ্গে লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরিতে মানব মস্তিষ্কের রক্ত সংবহনের মডেল তৈরি করে ব্রেইন স্টোকের কারণ অনুসন্ধান বিষয়ে গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন। তার ক্যারিয়ারও শুরু হয় লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরিতে। বাংলাদেশের মেয়ে আয়েশা আরেফিন এবং তার সহযোগী বিজ্ঞানী রাশি আয়ারের যৌথ প্রয়াসে তারা মানব শরীরে কৃত্রিম অঙ্গ সংস্থাপনের জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির উদ্ভাবন করেন। তাদের এই প্রযুক্তির সাহায্যে মানুষের শরীরে কৃত্রিম ফুসফুস সংস্থাপন সম্ভব হবে। টুম্পার বাবা বেলায়েত হোসেন, মা রোকেয়া বেগম। বেড়ে উঠেছেন চট্টগ্রাম মহান নগরীর ঈদগাঁ বড়পুকুর এলাকায়।
×