ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেকআপ মিরর

প্রকাশিত: ০৭:১১, ৩ জুন ২০১৬

মেকআপ মিরর

মেকআপ কেমন হয়েছে? ভাল না খারাপ, চেহারার সঙ্গে কি মানাবে? মনের এসব প্রশ্নের উত্তর জানাবে মেকআপ মিরর । স্মার্টফোনে থাকা এ্যাপে মেকআপ পদ্ধতি নির্বাচন করলেই চিন্তা শেষ। ওয়াই-ফাই, ব্লুটুথ ও সেন্সর সুবিধার আয়নাটি মেকআপের ধরন বুঝে ব্যবহারকারীর চেহারা ১০ গুণ পর্যন্ত বড় করে দেখাতে পারে। ‘সেন্সর মিরর প্রো’ নামের গোলাকার আয়নাটি মুখের নড়াচড়া শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আলোও কমবেশি করতে পারে। দাম পড়বে ২৫০ ডলার। সূত্র : ডেইলি মেইল ছ বি র গ ল্প স্টিফান ফোর্সস্টার। ট্রাভেল ফটোগ্রাফার। গত সাত বছরে স্টিফানের একটাই ইচ্ছে ছিল আফ্রিকার শুষ্ক মরুতে বৃষ্টির ছবি তোলা। স্টিফান বৃষ্টি খুঁজেও পায়, নামিব নাউকলাফট ন্যাশনাল পার্কের সীমান্তে, নামিব্রান্ড পার্কে। প্রকৃতিও যেন স্টিফানকে দিয়েছে দুহাত ভরে। বজ্রঝড় ও অস্ত যাওয়া সূর্য মিলে চমৎকার রংধনুটি তৈরি করেছে। এই ছবিটি ন্যাশনাল জিওগ্রাফির ট্রাভেল ফটোগ্রাফিতে অন্যতম সেরা ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে।
×