ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও শীর্ষে সাকিব

প্রকাশিত: ০৬:৪৫, ৩ জুন ২০১৬

আবারও শীর্ষে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান দখল করে নিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার আইসিসি তাদের ওয়েবসাইটে সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করে। ৪১৬ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ১৫৭ ওয়ানডেতে ৩৫.১৮ গড়ে ৪৩৯৮ রান সংগ্রহ করেছেন সাকিব। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা ২০৬। তার সেরা বোলিং ফিগার ৪৭ রানে ৫ উইকেট। সাকিবের পরে ৩৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান আছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মাদ হাফিজ। তালিকার তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারতেœ দিলশান। তার পয়েন্ট ৩৪৯। দিলশানের সতীর্থ এ্যাঞ্জেলো ম্যাথুস ৩৩৫ পয়েন্ট নিয়ে আছেন চতুর্থ নম্বরে এবং ৩২৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার জেমস ফকনারের অবস্থান পঞ্চমে। ৩০০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ষষ্ঠ, ২৯১ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী সপ্তম, ২৭৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের মঈন আলী অষ্টম, ২৬৭ পয়েন্ট নিয়ে ভারতের রবীন্দ্র জাদেজা নবম ও ২৬৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ আছেন দশম স্থানে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক আবদুস সালাম আর নেই স্পোর্টস রিপোর্টার ॥ পঞ্চাশ ও ষাট দশকের পূর্ব পাকিস্তানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, দিনাজপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক আবদুস সালাম (৮০) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর বুধবার বিকেলে দিনাজপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি পঞ্চাশ দশকে তেজগাঁও ফ্রেন্ডস, ফায়ার সার্ভিস, ঢাকা মোহামেডান এসসি ও ষাট দশকে ভিক্টোরিয়া এসসিসহ পূর্ব পাকিস্তানে কম্বাইন্ড ইউনিভার্সিটির পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর দিনাজপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে দিনাজপুরের শেখ ফরিদ কবরস্থানে তার লাশ দাফন করা হবে। আবদুস সালামের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। ভেন্যু পরিদর্শন শুরু বাফুফের স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২০১৫-১৬ (বিপিএল) এবং বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লীগ বাংলাদেশ সুপার লীগ ২০১৬-১৭ (বিএসএল) উপলক্ষে বৃহস্পতিবার ভেন্যু পরিদর্শন শুরু করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের প্রতিনিধি। প্রথমদিন তারা পরিদর্শন করেন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়াম।
×