ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় খেলোয়াড়ের তালিকায় কোহলি ধোনি

প্রকাশিত: ০৬:৪৫, ৩ জুন ২০১৬

জনপ্রিয় খেলোয়াড়ের তালিকায় কোহলি ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ আশ্চর্য্য করা ঘটনাই। জনপ্রিয় ১০০ খেলোয়াড়ের মধ্যে মাত্র দুইজন ক্রিকেটার আছেন! সেই দুইজন আবার ভারতেরই সেরা ক্রিকেটার। একজন, বিরাট কোহলি। যিনি এখন ফর্মের তুঙ্গে রয়েছেন। আরেকজন, মহেন্দ্র সিং ধোনি। যিনি ভারতকে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন। খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন বৃহস্পতিবার তাদের ১০০ খ্যাতি সম্পন্ন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম প্রথমবারের মতো এই তালিকার শীর্ষ দশে স্থান পেয়েছে। এর আগে এই তালিকায় নাম থাকলেও তা বেশ পেছনের দিকে ছিল। বর্তমান তালিকার আট নম্বরে আছেন কোহলি। কোহলি ছাড়াও সীমিত ওভারের অধিনায়ক ধোনি আছেন প্রথম বিশজনের তালিকায়। তিনি আছেন ১৩ নম্বরে। এছাড়া তৃতীয় ভারতীয় হিসেবে সানিয়া মির্জা আছেন তালিকার ৪১ নম্বরে। তালিকার বেশিরভাগ স্থান দখল করে আছেন বাস্কেট বল ও ফুটবল খেলোয়াড়রা। খেলোয়াড়দের মাসিক আয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গুগলের তাদের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে। তালিকার শীর্স্থানে আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরে আছেন বাস্কেট বল খেলোয়াড় লেবরন জেমস। তালিকার তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে তারকা ফুটবলার লিওনেল মেসি ও নেইমার। তাদের পরে শীর্ষ পাঁচে আছেন টেনিস তারকা রজার ফেদেরার। তালিকার সেরা দশের ১০ নম্বরে রয়েছেন রাফায়েল নাদাল। এক সময়ের প্রভাবশালী ক্রীড়া ব্যক্তি আমেরিকান গলফার টাইগার উডস রয়েছেন সাত নম্বরে। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন আরেক বাস্কেট বল খেলোয়াড় কেভিন ডুরান্ট। আর সেরা দশের নয় নম্বরে রয়েছেন কলম্বিয়ান ফুটবলার জেমস রদ্রিগেজ। তবে সবচেয়ে আশ্চর্য্যরে বিষয় সবার কাছে একটিই, মাত্র দুইজন ক্রিকেটার এ তালিকায় জায়গা করে নিতে পেরেছেন! গ্র্যান্ডসøামের ৩০তম সেমিতে জোকোভিচ স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে সহজেই জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার তিনি ৬-৩, ৭-৫ ও ৬-৩ সেটে পরাজিত করেছেন চেকপ্রজাতন্ত্রের টমাস বার্দিচকে। সেইসঙ্গে গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ৩০তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি। টেনিস কোর্টে বাজে সময় কাটছে রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের। আর এই সময়েই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নোভাক জোকোভিচ। গত মৌসুমেও তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এ বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও শিরোপা নিজের করে রেখেছেন সার্বিয়ান এই টেনিস তারকা। কিন্তু ১১ গ্র্যান্ডসøামজয়ী জোকোভিচের দুর্ভাগ্য এখন পর্যন্ত ফরাসী ওপেনের শিরোপা জিততে পারেননি। এবার হয় তো সেই আক্ষেপ ঘুচতে পারে বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকার। ৭৯ বছরের খরা ঘুচাতে চান মারে স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং ব্রিটেনের মারে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা। বুধবার সুইস তারকা ৬-২, ৬-১ এবং ৭-৬ সেটে আলবার্ট রামোসকে হারিয়ে রোঁলা গ্যাঁরোর শেষ চারের টিকেট নিশ্চিত করেন। আর সেমিফাইনালে উঠার পথে দ্বিতীয় বাছাই মারে ৫-৭, ৭-৬, ৬-০ এবং ৬-২ সেটে হারান স্বাগতিক খেলোয়াড় রিচার্ড গ্যাসকুয়েটকে। আজ বর্তমান চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠতে পারলেই নতুন এক নজির গড়বেন মারে। ৭৯ বছর পর ব্রিটেনের প্রথম কোন পুরুষ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলার গৌরব অর্জন করবেন। টেনিস কোর্টে বর্তমান সময়টা দারুণ কাটছে এ্যান্ডি মারের। ২০১২ সালে ইউএস ওপেনে প্রথম এবং এর পরের বছরই উইম্বল্ডনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এবার ফ্রেঞ্চ ওপেনে দুর্দান্ত খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় বাছাই মারে।
×