ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগে সাধারণ বীমার কষ্টার্জিত, এ্যাজাক্সের বড় জয়

ঘটনাবহুল মোহামেডান-ঊষা ম্যাচে কেউ জেতেনি

প্রকাশিত: ০৬:৪৪, ৩ জুন ২০১৬

ঘটনাবহুল মোহামেডান-ঊষা ম্যাচে কেউ জেতেনি

স্পোর্টস রিপোর্টার ॥ আলোস্বল্পতায় নির্ধারিত দিনের খেলা শেষ হতে পারেনি, তাই বাকি খেলা গড়িয়েছে পরের দিনে- বাংলাদেশের ঘরোয়া হকিতে এ রকম ঘটনা বলা চলে একেবারেই বিরল। তেমনই ঘটনা ঘটল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম ঊষা ক্রীড়া চক্রের খেলায়, বৃহস্পতিবার। ৩-৩ স্কোরলাইনে শেষ হয়েছে দুই দিনে গড়ানো ঘটনাবহুল উত্তেজনাপূর্ণ এই ম্যাচ। গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগে আলোর স্বল্পতার কারণে (খেলায় গ-গোলের কারণে বার বার খেলা বন্ধ ছিল, এটাও একটা কারণ) বুধবারের অবশিষ্ট ১৮ মিনিটের খেলা বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বুধবার ৫২ মিনিট পর্যন্ত খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ছিল। বৃহস্পতিবার সকালে বাকি ১৮ মিনিট খেলা হয়। এদিন দুই দলই একটি করে গোল করলে খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে ঊষার জয়রথ থামল। এটা তাদের প্রথম ড্র। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অবশ্য এখনও পয়েন্ট তালিকায় শীর্ষে তারাই। সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৪। বৃহস্পতিবার দিনের অপর দুটি ম্যাচে কষ্টার্জিত জয় কুড়িয়ে নিয়েছে সাধারণ বীমা ক্রীড়া সংঘ। অপর ম্যাচে বড় ব্যবধানে জিতেছে এ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। সাধারণ বীমা ক্রীড়া সংঘ ১-০ গোলে হারায় ওয়ারী ক্লাবকে। পক্ষান্তরে সমান খেলায় এটা ওয়ারীর তৃতীয় হার, পয়েন্ট ৭। এ্যাজাক্স-রেলওয়ে এসসি ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে দুর্বার হয়ে ওঠে এ্যাজাক্স। একে একে তারা ছয় বার বল পাঠায় প্রতিপক্ষের পোস্টে। ক্যাসিয়াসের অনন্য রেকর্ড স্পোর্টস রিপোর্টার ॥ অনন্য রেকর্ড গড়েছেন স্পেনের তারকা গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস। বুধবার রাতে ইউরোর প্রস্তুতিমূলক ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামেন তিনি। এটি ছিল জাতীয় দলের হয়ে ক্যাসিয়াসের ১৬৭তম ম্যাচ। এর ফলে জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান ফুটবলার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার অনন্য নজির গড়েছেন ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা। ৩৫ বছর বয়সী এই তারকা পেছনে ফেলেছেন ভিটালিজস আসতাফজেভসকে। ১৬৬ ম্যাচে লাটভিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই মিডফিল্ডার। স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুইবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন ক্যাসিয়াস। ক্যারিয়ারের প্রায় গোধূলিলগ্নে পোর্তোর হয়ে খেলছেন তিনি।
×