ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে স্বপ্নভঙ্গ কাকার

প্রকাশিত: ০৬:৪২, ৩ জুন ২০১৬

ইনজুরিতে স্বপ্নভঙ্গ কাকার

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক ইনজুরির কাছে হেরে গেলেন কাকা। তারকা এই এ্যাটাকিং মিডফিল্ডার শেষ মুহূর্তে ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে পড়েছেন। যে কারণে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ হিসেবে পরিচিত আসরটিতে খেলা হচ্ছে না ৩৪ বছর বয়সী এই সুদর্শন তারকার। ব্রাজিলের জার্সি গায়ে তিনবার বিশ্বকাপ খেললেও কোপা কখনই খেলা হয়নি কাকার। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সেই মোক্ষম সুযোগ পেয়ে গিয়েছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু ইনজুরির কারণে একেবারে শেষপর্যায়ে ছিটকে যেতে হলো তাকে। কোপা আমেরিকা শুরুর ঠিক আগমুহূর্তে একের পর এক ইনজুরির কবলে পড়ছেন ব্রাজিলের খেলোয়াড়রা। এর আগে চোটের কারণে বাদ পড়েছিলেন রিকার্ডো অলিভেইরা, ডগলাস কোস্তা, রাফিনহা ও গোলরক্ষক এডারসন। মিডফিল্ডার ডগলাস কোস্তার ইনজুরির কারণেই ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পেরেছিলেন কাকা। কিন্তু তিনিও শেষ পর্যন্ত পড়েছেন ইনজুরির কবলে। তার বদলি হিসেবে ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন পাউলো হেনরিকে গানসো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সূত্রে জানা গেছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কাকার অন্তত ২০ দিন সময় লাগবে। শনিবার শুরু হচ্ছে কোপা আমেরিকা। রবিবার সকালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা জয়ের মিশন। গ্রুপ পর্বে তাদের অপর দুই প্রতিপক্ষ পেরু ও হাইতি। ২০১০ বিশ্বকাপের পর ব্রাজিলের হয়ে আর কোন বড় টুর্নামেন্টে খেলা হয়নি ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার কাকার। ২০১১ সালের কোপা আমেরিকা আর ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপেও ?ছিলেন না। নেইমারের না থাকা, মাঝমাঠে ভাল খেলোয়াড়ের সঙ্কট, অভিজ্ঞতা সব মিলিয়েই আবারও দুয়ার খুলেছিল তার জন্য। কোপার প্রস্তুতি ম্যাচে পানামার বিপক্ষে বদলি হিসেবেও খেলেছেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে বেদনায় ভারাক্রান্ত হতে হয়েছে কাকাকে। হুট করে দলে ডাক পাওয়া গানসো ২০১১ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের প্রতি ম্যাচে খেলেছেন। যদিও এরপর প্রায় তাকে ভুলেই গিয়েছিল ব্রাজিলের কোচরা। তিনি সবশেষ বিখ্যাত হলদু জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন ২০১২ সালে। যে কোন আসরেই ফেবারিটের তকমা থাকে ব্রাজিলের গায়ে। এবারও আছে, তবে নেইমার না থাকার পর ইনজুরিতে কার্লোস দুঙ্গার দলের যে অবস্থা তাতে অনেকেই সন্দিহান সাফল্য নিয়ে। অনেকটা দ্বিতীয় সারির সারির দল নিয়েও একটা সময় দক্ষিণ আমেরিকার এ সেরা ফুটবল আসরে হট ফেবারিট হিসেবেই অংশ নিয়েছে ব্রাজিল। এ কারণে আসর শুরুর আগে আলোচনা হতো ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে? সেক্ষেত্রে সবসময়ই আলোচনায় এসেছে আর্জেন্টিনা, উরুগুয়ে কিংবা প্যারাগুয়ে। কিন্তু ব্যতিক্রম ঘটে গেছে। গত দুই আসরে সেমিফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। এবার আবার নেইমারকে ছাড়া ইনজুরি জর্জরিত দল। ব্রাজিল ভক্তদের কপালে আসর শুরুর আগেই তাই দুশ্চিন্তার ভাঁজ! সাবা বাস্কেট বলে ভারত চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণ কনফেকশনারি লিমিটেডের ট্রিট ডেইরি মিল্ক চকোলেট ও ফ্রুট ফিল গামের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ট্রিট ফিবা এশিয়া, দক্ষিণ এশিয়া (সাবা) অঞ্চলের অনুর্ধ ১৮ (বালক) বাস্কেট বল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের সমাপনী দিনের খেলায় ভারত ১১৭-৪০ পয়েন্টে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় নেপাল। চ্যাম্পিযন হওয়ার সুবাদে ভারত এই প্রতিযোগিতার মূলপর্বে উন্নীত হলো। এই আসরের খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী ১৫-২৪ জুলাই পর্যন্ত মূল প্রতিযোগিতা ইরানে অনুষ্ঠিত হবে। দিনের অপর খেলায় শ্রীলঙ্কা ৬৪-৬০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। হারলেও খেলার প্রথমার্ধে বাংলাদেশ ৩৯-১৭ পয়েন্টে এগিয়েছিল। স্বাগতিক বাংলাদেশ এ নিয়ে টানা তিন ম্যাচেই পরাজিত হলো। এর আগে তারা ভারতের কাছে ৯০-৩১ পয়েন্টে এবং নেপালের কাছে ৫৭-৫৪ পয়েন্টে হারে। বাস্কেট বল ফেডারেশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রাণ কনফেকশনারি লিমিটেডের হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস একেএম মঈনুল ইসলাম মঈন এবং ব্র্যান্ড ম্যানেজার সাখাওয়াত আহমেদ।
×