ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে স্টোসার-মুগুরুজা

প্রকাশিত: ০৬:৪১, ৩ জুন ২০১৬

সেমিফাইনালে স্টোসার-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সামান্থা স্টোসার এবং স্পেনের গারবিন মুগুরুজা। বুধবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার স্বেতানা পিরনকোভাকে হারান অস্ট্রেলিয়ার ২১তম বাছাই সামান্থা স্টোসার। এদিন তিনি ৬-৪ এবং ৭-৬ (৮/৬) সেটে পরাজিত করেন অবাছাই পিরনকোভাকে। শেষ আটের অন্য ম্যাচে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা ৭-৫ এবং ৬-৩ সেটে পরাজিত করেন আমেরিকার শেলবি রজার্সকে। সুদীর্ঘ ক্যারিয়ারে রোঁলা গ্যাঁরোয় এবারই প্রথমবারের মতো সেমিফাইনালের টিকেট কাটলেন মুগুরুজা। গত কয়েক মৌসুম ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মুগুরুজা। গত মৌসুমে তো দুর্দান্ত খেলে উইম্বল্ডনের ফাইনালেই জায়গা করে নিয়েছিলেন তিনি। যা ছিল তার ক্যারিয়ারেরই প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনাল। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এই মৌসুমেও ধরে রেখেছেন ২২ বছরের এই তরুণী। বছরের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে শেষ চারে জায়গা করে নেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফরাসী ওপেনের সেমিফাইনালে উঠে দারুণ রোমাঞ্চিত মুগুরুজা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্পেনের এই টেনিস তারকা বলেন, ‘অনুভূতিটা সত্যিই অসাধারণ। আপনারা হয় তো জেনে থাকবেন আগের বছর কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিলাম। এ বছর আসলেই আমি চেয়েছিলাম শেষ আটের বাধা পেরুতে। শেষ পর্যন্ত তা করতে পেরে আমি খুবই আনন্দিত।’ এখানেই থেমে থাকেননি মুগুরুজা। জেনেভাতে বসবাসকারী এই টেনিস তারকার লক্ষ্য এবার ফাইনাল। প্রথমবারের মতো ক্যারিয়ারের মেজর শিরোপা জিততে দারুণ আশাবাদী তিনি। এ প্রসঙ্গে মুগুরুজা বলেন, ‘আমি মনে করি টুর্নামেন্টে আমার সুযোগ আছে। তাছাড়া এটা আমার জন্য অনেক বড় টুর্নামেন্ট। বিশেষ করে স্প্যানিশ জনগণের জন্য। সব খেলোয়াড়দের প্রতি সম্মান রেখেই বলছি আমি মোটেই ভিত নই। কেননা এটাই আমার কাজ তাই আমার প্রত্যাশা করি ফাইনালেও পৌঁছাতে পারব।’ ফরাসী ওপেনে অবাছাই হিসেবে কোর্টে নেমেছিলেন শেলবি রজার্স। শুরু থেকেই একের পর এক চমক উপহার দেন তিনি। কোয়ার্টার ফাইনালে উঠার পথে তিনি টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৭তম অবস্থানে থাকা ক্যারোলিনা পিসকোভা, ১০তম বাছাই চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং ২৫তম বাছাই ইরিনা ক্যামেলিয়া বেগুকে পরাজয়ের স্বাদ উপহার দেন। এটাই ছিল তার ক্যারিয়ারে গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে প্রথম কোয়ার্টার ফাইনাল। কিন্তু শেষ পর্যন্ত মুগুরুজার কাছে থেমে গেল তার জয়রথ। সেমিফাইনালে মুগুরুজার প্রতিপক্ষ এখন সামান্থা স্টোসার। ২০১০ সালে প্রথমবারের মতো ফরাসী ওপেনের ফাইনালের টিকেট নিশ্চিত করেছিলেন তিনি। এরপর গত অর্ধযুগে রোঁলা গ্যাঁরোয় আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ৩২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। ২০১২ সালেও শেষ চারের বাধা পেরুতে পারেননি তিনি। এবার সেই ব্যর্থতা ঘুচানোর দারুণ সুযোগ পাচ্ছেন স্টোসার। সেমিতে মুগুরুজাকে হারাতে পারলেই শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন স্টোসার। তবে দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে পারবেন কী ৮ ডব্লিউটিএ শিরোপাজয়ী এই অস্ট্রেলিয়ান? অতীত পরিসংখ্যানে অবশ্য স্টোসারই এগিয়ে। কেননা দুই বছর আগে মাদ্রিদে মুগুরুজার মুখোমুখি হয়েছিলেন তিনি। আর স্প্যানিয়ার্ডের বিপক্ষে একমাত্র মুখোমুখি লড়াইয়ে জয়ের হাসি হেসেছিলেন স্টোসারই। এবার তাই কিছুটা হলেও এগিয়ে থেকে কোর্টে নামবেন ২০১১ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়া সামান্থা স্টোসার। ডেভিস কাপের সাবেক অধিনায়ক ওয়ালি মাসুরও স্টোসারের পারফর্মেন্সে মুগ্ধ। শুধু তাই নয়, সেমিফাইনালে স্পেনের মুগুরুজাকেও স্টোসার হারাতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি। ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে মাসুর বলেন, ‘আমি মনে করি সে মুগুরুজাকে নিশ্চিত হারাতে পারবে।’
×