ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি আজ

প্রকাশিত: ০৬:৪০, ৩ জুন ২০১৬

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত চার মাস টানা টি২০ ক্রিকেট ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) আয়োজিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবার ওয়ানডে ক্রিকেটের ময়দানী লড়াই শুরু হচ্ছে। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ আজ প্রথম দিনেই মাঠে নামছে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিক দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দিবারাত্রির এ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। এবার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে অনুপ্রাণিত একটি দল ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়ানডে দলে নেই টি২০ বিশ্বকাপ বিজয়ী দলের অন্যতম তিন সদস্য ক্রিস গেইল, ড্যারেন সামি, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলরা। তাই নিজেদের মাঠে খেলা হলেও চ্যালেঞ্জের মুখেই থাকবে ক্যারিবীয়রা। আর দক্ষিণ আফ্রিকা গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, তাই এ ফরমেটের অন্যতম শক্তিধর দল তারা। জয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরুর দিকে মনোযোগী হবে তারা। টি২০ ক্রিকেটে এখনও বিশ্বের অন্যতম শক্তিধর দল ওয়েস্ট ইন্ডিজ। সেটার প্রমাণ তারা দিয়েছে এবার ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ জয় করে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে এখনও সংগ্রাম করছে দলটি। এর পেছনে মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্রিকেটারদের সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডের বণিবনা না হওয়া। এবার ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ঘোষিত দলেও সেই ছাপটা দেখা গেছে। টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক সামি, ব্রাভো, গেইল ও রাসেল দলে নেই। তাদের ছাড়াই ত্রিদেশীয় সিরিজে গত ওয়ানডে বিশ্বকাপ (২০১৫) জেতা অস্ট্রেলিয়া এবং ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। গত ফেব্রুয়ারির পর থেকেই সব দেশের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন টি২০ ফরমেটের ক্রিকেটে। এর মধ্যে হয়েছে পাকিস্তান সুপার লীগ (পিসিএল) টি২০, এশিয়া কাপ টি২০, টি২০ বিশ্বকাপ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ আসর। এবার ওয়ানডে ফরমেটে ফিরছে ক্রিকেট। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে দুর্বল দলটিই হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কারণ নিজেদের ক্রিকেটে অবনতি ঘটতে ঘটতে বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে অবস্থান করছে ক্যারিবীয়রা। আর গত বছর ৯ নম্বরে থাকার কারণে আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসরে অংশ নেয়ারই সুযোগ পায়নি তারা। এ কারণে কঠিন পরীক্ষার মধ্যেই পড়তে হবে ক্যারিবীয়দের। অবশ্য দলে নতুন করে ফিরেছেন বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড ও স্পিনার সুনিল নারাইন। অবৈধ বোলিং এ্যাকশনের ত্রুটি কাটিয়ে নারাইন ৬ মাস পর আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে নামবেন এ সিরিজে। আর ২০১৪ সালের অক্টোবরে ভারত সফরের দলে ছিলেন পোলার্ড। প্রায় দুই বছর পর তিনি আবার উইন্ডিজ দলে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা এবার টি২০ বিশ্বকাপে তেমন সুবিধা করতে না পারলেও ওয়ানডে বিশ্বকাপের শেষ চারে উঠেছিল। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের তিন নম্বর দল হিসেবে শক্তিমত্তায় অনেক এগিয়ে ক্যারিবীয়দের চেয়ে। মূলত প্রোটিয়াদের মূল শক্তি দলে এক ঝাঁক অলরাউন্ডারের উপস্থিতি। আর বোলিং বিভাগের নেতৃত্বে আছেন কাগিসো রাবাদা। মাত্র এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুর্দান্ত বোলিং করে প্রোটিয়াদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ২১ বছর বয়সী এ কৃষ্ণাঙ্গ তরুণ। আজ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে প্রোটিয়ারা। বিশেষ করে ব্যাটসম্যানরা রান পেয়েছেন। যদিও বৃষ্টি বিঘিœত ম্যাচটি টাই হয়েছে শেষ পর্যন্ত। তবে পরিসংখ্যান বলছে ক্যারিবীয়দের চেয়ে অনেকটাই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত দু’দল ৫৮ ওয়ানডে খেলেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৪৩ এবং ক্যারিবীয়দের জয় ১৩। একটি ম্যাচ টাই এবং অপরটি পরিত্যক্ত হয়েছে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও পারফর্মেন্সে অনেক এগিয়ে প্রোটিয়ারা। দু’দল ২১ ম্যাচ খেলেছে পরস্পরের মধ্যে ক্যারিবীয় মাটিতে। এর মধ্যে ১৬ বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা আর ৫টি জয় আছে ওয়েস্ট ইন্ডিজের।
×