ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামাজিক সুরক্ষার আওতা বেড়েছে

প্রকাশিত: ০৬:০৯, ৩ জুন ২০১৬

সামাজিক সুরক্ষার আওতা বেড়েছে

বিশেষ প্রতিনিধি ॥ এবার বাজেটে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায়ভুক্ত সুবিধাভোগীদের ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি প্রদান করা হবে। এতে দ্রুত ও সঠিক সময়ে ভাতা প্রাপ্তি নিশ্চিত হবে এবং আর্থিক খাতে অন্তর্ভুক্তি বাড়বে। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা বলেন। প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর মধ্যে রয়েছে বয়স্ক ভাতাভোগীদের সংখ্যা পাঁচ শতাংশ বৃদ্ধি করে ৩১ লাখ ৫০ হাজারে এবং ভাতার হার একশ’ টাকা বৃদ্ধি করে পাঁচশ’ টাকায় উন্নীত করা; বিধবা, স্বামী নিগ্রহ, দুস্থ মহিলার ভাতা এক শ’ টাকা বৃদ্ধি করে পাঁচশ’ টাকা এবং ভাতাভোগীদের সংখ্যা বাড়িয়ে ১১ লাখ ৫০ হাজারে উন্নীত করা; ভিজিডি কর্মসূচীর উপকারভোগী দুস্থ মহিলার সংখ্যা দুই লাখ ৫০ হাজার বাড়িয়ে ১০ লাখে উন্নীত করা; মাতৃকালীন ভাতাভোগীদের সংখ্যা প্রায় ৯০ শতাংশ বাড়িয়ে পাঁচ লাখে উন্নীত করা; দেশের সকল পৌরসভায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী সম্প্রসারণের মাধ্যমে এক কোটি ৮০ হাজার ৩ শত দরিদ্র মা’কে এ ভাতার আওতায় আনা; অসচ্ছল প্রতিবন্ধী ভাতার হার এক শ’ টাকা বাড়িয়ে ছয় শ’ টাকায় এবং ভাতাভোগীদের সংখ্যা ২৫ শতাংশ বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজারে উন্নীত করা; নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের তহবিলে আরও ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান; হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের অধীনে তাদের বিশেষ ভাতা পাঁচ শ’ টাকা থেকে বাড়িয়ে ছয় শ’ টাকায় উন্নীত করা; বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের ভাতা চার শ’ টাকা থেকে বাড়িয়ে পাঁচ শ’ টাকায় উন্নীত করা; পা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কর্মসূচীর বরাদ্দ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা।
×