ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ফাঁসির রায়ের বিরুদ্ধে কিশোরগঞ্জের শামসুদ্দিনের আপীল

প্রকাশিত: ০৬:০৭, ৩ জুন ২০১৬

ফাঁসির রায়ের বিরুদ্ধে কিশোরগঞ্জের শামসুদ্দিনের আপীল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপীল করেছেন কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার এ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ (৬০)। অন্যদিকে নড়াইলের দুই রাজাকার আবদুল ওয়াহাব ও ওমর আলী শেখকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ৮ জুন এই দুই আসামিকে তদন্তের স্বার্থে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে জাতীয় পার্টির নেতা ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী এই মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানের জাবানবন্দী সম্পন্ন করেছে প্রসিকিউশন। আগামী ৭ জুন তদন্ত কর্মকর্তাকে জেরা করবে আসামিপক্ষের আইনজীবী। ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপীল করেছেন কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার এ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ (৬০)। আপীলে ট্রাইব্যুনালের রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এই আপীল দায়ের করেন এ্যাডভোকেট মাসুদ রানা। এই রায়ের বিরুদ্ধে ২৮টি আইনী যুক্তি দেখিয়ে ৪৭৫ পৃষ্ঠার আপীল করেছেন শামসুদ্দিন আহমেদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে চলতি বছর গত ৩ মে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদ-ের রায় দেয়। ঐ রায়ে তার ভাই নাসিরউদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮) ও হাফিজউদ্দিনকেও (৬৬) এই মৃত্যুদ- দেয়া হয়। আরেক আসামি আজহারুল ইসলামকে (৬০) আমৃত্যু কারাদ- দেয়া হয়। শামসুদ্দিন ছাড়া অন্যরা পলাতক। নড়াইলের ২ রাজাকার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইলের আবদুল ওয়াহাব ও ওমর আলী শেখকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ৮ জুন এই দুই আসামিকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। এর আগে গত ১৮ মে এই দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ দিলে তাদের শ্যোন এরেস্ট দেখায় ট্রাইব্যুনাল। আসামিরা অন্য মামলায় জেলখানায় ছিলেন। পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমনের আবেদনে তাদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শ্যোন এরেস্ট দেখায় এবং কারাগারে প্রেরণ করে। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। যশোরের ৯ রাজাকার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির নেতা ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী এই মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানের জাবানবন্দী সম্পন্ন করেছে প্রসিকিউশন। আগামী ৭ জুন তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। আদালতে তদন্ত কর্মকর্তাকে জবানবন্দীতে সহযোগিতা করেন, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। এছাড়া মামলার পলাতক আসামিদের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস শুক্কুর খান।
×