ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ডিবি পরিচয়ে ডাকাতি

প্রকাশিত: ০৬:০৬, ৩ জুন ২০১৬

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ডিবি পরিচয়ে ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী খালেদ মাহমুদ গা-ঢাকা দিয়েছেন। এদিকে মহাখালীর একটি বাসায় ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮২ কার্টন বিদেশী সিগারেটসহ দুইযাত্রীকে গ্রেফতার করেছে এপিবিএন। এছাড়া মহাখালীতে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ সব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর ডেমরায় ঝুমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দাসায়। ডেমরার কোনাপাড়ার বারেশপুর এলাকায় ঝুমা তার স্বামীকে নিয়ে বসবাস করতেন। এদিকে ঘটনার পর নিহতের স্বামী খালেদ মাহমুদ গা-ঢাকা দিয়েছেন। নিহতের বোন রুমা আক্তার জানান, ৬ বছর আগে মধ্যপ্রাচ্য প্রবাসী খালেদ মাহমুদের সঙ্গে ঝুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর খালেদ মাহমুদ আবারও বিদেশ চলে যান। এরপর বুধবার রাতে তিনি দেশে ফেরেন। কিন্তু পরেরদিন বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয়ে ঝুমা আক্তারের সঙ্গে তার প্রচ- ঝগড়া হয়। এরই জের ধরে বিকেলে স্বামী খালেদ ঝুমাকে কীটনাশক খাইয়ে হত্যা করেন। ঘটনার পর থেকে ঝুমাকে অচেতন অবস্থায় বাসায় ফেলে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ওই বাসা থেকে ঝুমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতি ॥ রাজধানীর বনানী থানাধীন মহাখালীর একটি বাসায় ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। ৫/৬ সশস্ত্র যুবক আসামি আছে বলে দরজা খুলে ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা লুট করে পালিয়ে গেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটলেও বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয় লুণ্ঠিত ওই পরিবারের এক আত্মীয়ের মাধ্যমে। পরে থানা পুলিশও বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বুধবার রাতে বনানী থানাধীন মহাখালী দক্ষিণপাড়ার ক-৩০ এর পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক আফাজ উদ্দিন। তার আত্মীয় জুলহাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে আফাজ উদ্দিন এশার নামাজ পড়তে যান। এ সময় বাসায় অবস্থান করছিলেন বড় ছেলের বউ। তিনি জানান, এ সময় বাসায় ৫/৬ যুবক ভেতরে ঢোকার জন্য দরজায় নক করেন। ডিবি পুলিশ পরিচয়ে জিয়া নামে একজন আসামিকে খুঁজতে এসেছে বলে জানায় ওই যুবকরা। তখন ছেলের বউ দরজা খুলতে ইতস্ত করলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জানতে চায় বাসায় কে কে আছে। দুই মেয়ে ছাড়া এখন কেউ নেই। এই কথা বলার পর ওই অস্ত্রধারী যুবকরা সবাইকে জিম্মি করে। এরপর দুর্বৃত্তরা পুরো বাসার ৪টি কক্ষ তছনছ করে। জুলহাস জানান, বাড়ির মালিক আফাজ উদ্দিন এশার নামাজ শেষে বাসায় ঢুকতেই তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বাসা থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা লুট করে পালিয়ে যায়। জুলহাস আরও জানান, ডাকাতরা বাড়ির মালিক আফাজ উদ্দিন ও তার ছেলের বউকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়। পরে বনানী থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বনানী থানার ওসি সালাহউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসায় ঢুকে দুর্বৃত্ত কর্তৃক ডাকাতির খবর তিনি জেনেছেন। এ নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। ৪৮২ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮২ কার্টন বিদেশী সিগারেটসহ আব্দুল হান্নান ও জাহাঙ্গীর আলম নামে দুই যাত্রীকে আটক করেছে এপিবিএন। এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কুয়েতে এয়ারওয়েজের (কেডব্লিউ-২৮৩) একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন ওই দুই যাত্রী। তাদের গতিবিধি সন্দেহ হলে এপিবিএনের সদস্যরা তাদের তল্লাশি চালায়। এ সময় ৪৮২ কার্টন সিগারেট জব্দ করা হয়। পরে সিগারেটের কার্টনগুলো শুল্ক বিভাগে হস্তান্তর করা হয় বলে এপিবিএন সদস্যরা। আগুন ॥ রাজধানীর মহাখালীতে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত করে জানা যাবে।
×