ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিনটি কপ্টার নিয়ে শুরু হচ্ছে এয়ার উইং কার্যক্রম

বিজিবিতে প্রথম যুক্ত ৯৭ সদস্যের নারী ফোর্স

প্রকাশিত: ০৬:০৬, ৩ জুন ২০১৬

বিজিবিতে প্রথম যুক্ত ৯৭ সদস্যের নারী ফোর্স

স্টাফ রিপোর্টার ॥ বিজিবিতে প্রথমবারের মতো নারী ফোর্স যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া ৯৭ নারী সদস্যের অনেককেই মাদক পাচাররোধে মোতায়েন করা হচ্ছে। এছাড়াও বাহিনীটিতে যুক্ত হচ্ছে এয়ার উইং। নতুন দুটি ও পুরনো একটি মোট তিনটি হেলিকপ্টার নিয়ে শুরু হচ্ছে এই উইংয়ের কার্যক্রম। হেলিকপ্টার বাহিনীতে চালু হলে অরক্ষিত সীমান্তের নিরাপত্তা আরও নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বিজিবি ফেসবুক পেজ চালু করেছে। বিজিবি সংক্রান্ত নানা তথ্য পাওয়া যাবে ফেসবুকে। বৃহস্পতিবার ঢাকার পিলখানায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দফতরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, নতুন যুক্ত হওয়া নারীদের অনেককেই টেকনাফ ও বেনাপোলসহ যেসব এলাকায় নারীদের মাধ্যমে মাদক চোরাচালান হয়, সেখানে মোতায়েন করা হবে। কারণ মাদক চোরাচালানের জন্য বেশিরভাগই নারীদের ব্যবহার করা হয়ে থাকে। নারীদের দেহ তল্লাশির ক্ষেত্রে নানা জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত হয়েছে। আরও একশ’ নারী সদস্যকে আগামী জুলাই থেকে ট্রেনিং দেয়া হবে। ট্রেনিং শেষে তারাও যথারীতি কাজ শুরু করবেন। তিনি বলেন, জুলাইয়ে সীমান্ত ব্যাংক আট থেকে দশটি শাখার মাধ্যমে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এজন্য জামানতের চারশ’ কোটি টাকা জমা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আসন্ন রোজা ও ঈদে দেশে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত হাটের কার্যক্রম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন, তিনি সীমান্ত হাট বাড়ানোর পক্ষে। রোজা ও ঈদে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত পথে বৈধভাবে আসা পণ্যবাহী যানবাহন তল্লাশির নামে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এর ব্যত্যয় হলে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এক প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন, ভারত থেকে অবৈধ পথে গরু আনা বন্ধ হলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে। গরু চোরাচালান ছাড়াও চুরি ডাকাতির ঘটনায় গণপিটুনিতে অনেকের মৃত্যু হয়। এসব লাশ হত্যাকারীরা কৌশলে সীমান্তে ফেলে রেখে যায়। এসব হত্যাকা-ও অনেক সময় সীমান্ত হত্যা হিসেবে প্রচারিত হয়। তবে বড় ধরনের যে কোন দুর্ঘটনার বিষয়গুলো বিজিবি ও বিএসএফ যৌথভাবে তদন্ত করছে। টেকনাফে আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তের অনেক এলাকা অরক্ষিত। এর মধ্যে ৯৪৫ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে। আপাতত ২৮৫ কিলোমিটার সীমান্তে বেড়া দেয়ার সিদ্ধান্ত হয়েছে। অরক্ষিত সীমান্তের নিরাপত্তা জোরদার করতে বিজিবিতে এয়ার উইং হচ্ছে। পুরনো একটি হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি নতুন হেলিকপ্টার যোগ করার কার্যক্রম চলছে। ইতোমধ্যেই এই উইংয়ের জন্য প্রয়োজনীয় জনবল পেতে সশস্ত্র বাহিনীতে অবহিত করা হয়েছে। সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় জনবল দিতে কাজ করে যাচ্ছে। হেলিকপ্টার উইং চালু হলে চট্টগ্রামের সীমান্তে থাকা ১২৭ বিওপিকে দ্রুত সব ধরনের সহায়তা দেয়া সম্ভব হবে। আধঘণ্টার মধ্যে যে কোন বিওপি এলাকায় পৌঁছানো সম্ভব। এতে সীমান্তের নিরাপত্তা আরও বাড়বে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কাজ করছে। তবে যারা বাংলাদেশে ঢুকে বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে। বৈঠকে বিজিবির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×