ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশীরা নিয়ে যায় ৪ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৬:০২, ৩ জুন ২০১৬

বিদেশীরা নিয়ে যায় ৪ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসীদের শ্রমে-ঘামে যে রেমিটেন্স আসে তাই আমাদের দেশের অর্থনীতির চাকা ঘোরায়। তবে অর্থমন্ত্রী জানালেন আমাদের দেশে উচ্চ পর্যায়ের দক্ষ জনবলের অভাব রয়েছে। এজন্য বিদেশী জনবল নিয়োগ করতে হয়। আর এই বিদেশীরা বছরে চার বিলিয়ন ডলার বা ৩২ হাজার কোটি টাকা আয় করে নিয়ে যায়। যদিও দেশে কর্মক্ষম জনশক্তির সংখ্যা ক্রমশই বাড়ছে। যা ২০৪৩ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। যে কোন দেশের জন্য অর্থনীতি সম্প্রসারণে এ ধরনের সুযোগ একবারই আসে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এজন্য দেশে শ্রমিক এবং ব্যবস্থাপকদের মান উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে। দেশীয় ব্যবস্থাপকদের মান উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সরকারী-বেসকারী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোর্স চালু করার কথাও জানান তিনি। জাহাজ নির্মাণ শিল্পের শ্রমিকদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ ছাড়াও দেশে কারিগরি শিক্ষার মান উন্নয়ন করা হচ্ছে।
×