ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি খাতে ৪৪ কোটি টাকা বাজেট বৃদ্ধি

প্রকাশিত: ০৫:৫৯, ৩ জুন ২০১৬

সংস্কৃতি খাতে ৪৪ কোটি টাকা বাজেট বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ গত বছরের চেয়ে এ বছরে সংস্কৃতিখাতে বাজেট বৃদ্ধি পেয়েছে ৪৪ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৪২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ৩৬৫ কোটি টাকা। পরবর্তীতে সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৭৭ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের তুলনায় এবার সংস্কৃতি খাতে বরাদ্দ বেড়েছে ৪৪ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংস্কৃতি খাতে বরাদ্দ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশের সংস্কৃতিই হলো এ জাতির অসাম্প্রদায়িক, ইহজাগতিকতা ও নান্দনিকতার ভিত্তিপ্রস্তর। এ সাংস্কৃতিক চেতনাই জাতির ঐতিহ্য সংরক্ষণ, সাহিত্য বিকাশ ও সুকুমারবৃত্তির বহিঃপ্রকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে। আগামী অর্থবছরে সংস্কৃতি খাতে উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে অর্থমন্ত্রী বলেন, জাতীয় ঐতিহ্যের স্মৃতিচিহ্ন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরসংলগ্ন পুরাকীর্তি সংরক্ষণ কার্যক্রম এগিয়ে চলছে। আগামী দিনে ঐতিহাসিক এলাকা বা নিদর্শনের রক্ষণাবেক্ষণ বা মেরামতের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি।
×