ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লুটপাটের বাজেট ॥ বিএনপি

প্রকাশিত: ০৫:৫৮, ৩ জুন ২০১৬

লুটপাটের বাজেট ॥ বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় অনানুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। এ বাজেট দুর্নীতি প্রটেকশনের বাজেট বলে মন্তব্য করে তিনি বলেন, এ সরকারের বাজেট ঘোষণার কোন অধিকার নেই। পরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি একই কথা বলেন। বিএনপি কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানো হবে। বর্তমান সরকারকে অবৈধ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, এ বাজেট নিয়ে কিসের প্রতিক্রিয়া। মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেজন্য বাজেট ঘোষণা করা হয়েছে। এতে জনকল্যাণ কিছুই হবে না। তিনি বলেন, যে সরকারের কোন বৈধতা নেই, সে সরকার আবার কিসের বাজেট ঘোষণা করে। তবে লুটপাটের জন্যই এ বাজেট ঘোষণা করা হয়েছে। এটি ‘মিথ্যা ও চুরির বাজেট।’ রুহুল কবির রিজভী বলেন, ‘কিসের প্রতিক্রিয়া। এই বাজেট তো মিথ্যা বাজেট, এটা চুরির বাজেট এবং চোরদের বাজেট। এতে জনকল্যাণ কিছুই হবে না। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, এ বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন না হওয়ায় এটাকে বিএনপি প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, এ বাজেটে বিনিয়োগের কথা নেই। লাখ লাখ বেকারের জন্য কর্মসংস্থানের কথা বলা নেই। একই অনুষষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কিসের বাজেট, কিসের প্রতিক্রিয়া। এই বাজেটের প্রতিক্রিয়া দেয়ার কোন মানে হয় না। তিনি বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে মানুষের মাসিক ও দৈনন্দিন খরচ বেড়ে যাবে। তাই এই বাজেট সমর্থন করার কোন কারণ নেই। বাজেট দেয়া হয় জনগণের জন্য। কিন্তু এ বাজেট জনগণের হবে কী করে? তারা কি জনগণের প্রতিনিধি নাকি? তিনি বলেন, যে সরকারকে আমরা সমর্থন করি না, সে সরকারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া? তিনি বলেন, যে বাজেটে দৈনন্দিন ব্যয়ের পরিমাণ বেড়ে গেল, সে বাজেটকে সমর্থন করার প্রয়োজন পড়ে না। কারণ যাদের দ্বারা তৈরি এ বাজেট এরা জনসমর্থনহীন।
×