ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারা বিভাগে শীঘ্রই তিন হাজার ১০৭ জনবল নিয়োগ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৫, ৩ জুন ২০১৬

কারা বিভাগে শীঘ্রই তিন হাজার ১০৭ জনবল নিয়োগ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারা বিভাগের জনবল সঙ্কট নিরসনে শীঘ্রই নতুন তিন হাজার ১০৭ জনবল নিয়োগ দেয়া হচ্ছে। বর্তমানে এ নিয়োগের অনুমোদন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আশাকরি, অচিরেই এ সমস্যা সমাধান হবে। কারা নিরাপত্তা আধুনিকায়নে বিভিন্ন সরঞ্জমাদি ক্রয়ে সম্প্রতি ৩২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী অর্থবছরে তা বাস্তবায়ন করা হবে। মন্ত্রী বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগারের প্যারেড মাঠে অনুষ্ঠিত ৪৮তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন। এর আগে মন্ত্রী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ কারাবন্দী পুনর্বাসন প্রশিক্ষণ স্কুলে আধুনিক আসবাবপত্র তৈরির কার্যক্রম উদ্বোধন করেন এবং বন্দীদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মোঃ মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রীকে সম্মাননা স্মারক দেয়া হয়। ৪৮তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে ১৭৫ জন অংশ নেন। তাদের মধ্যে ১৭১ জন পুরুষ কারারক্ষী ও ৪ জন নারী কারারক্ষী রয়েছেন। প্রধান অতিথি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের মধ্য থেকে শ্রেষ্ঠ পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন। আজ বানিয়ারচর ট্র্যাজেডি দিবস নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২ জুন ॥ ৩ জুন। বানিয়ারচর ট্র্যাজেডির ১৫ বছর। ২০০১ সালের এ দিনে মুকসুদপর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় সাপ্তাহিক প্রার্থনা চলাকালে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছিলেন ১০ ধর্মপ্রাণ খ্রীস্টান, আহত হয়েছিলেন অর্ধশত। দীর্ঘ এ ১৫ বছরে ওই বোমা হামলা মামলার কোন কূল-কিনারা হয়নি। এ পর্যন্ত ১৬ বার পরিবর্তিত হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত চলছে, কাজ অনেকটা এগিয়েছে, আমরা আশাবাদীÑ এমন কিছু গদবাঁধা মুখরোচক কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে মামলার তদন্তকাজ। গাজীপুরের মাওনায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি আগামী ৫ জুন হতে ৬ জুন পর্যন্ত সেন্ট্রাল এ্যামিউনিশন ডেপো (সিএডি), রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার বারতোপা গ্রামে অবস্থিত সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট হতে ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। উল্লেখিত তারিখসমূহে প্রতিদিন সকাল ৭টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উক্ত ধ্বংস কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ডেমোলিশন গ্রাউন্ডের চার পাশে ৪ কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক। এমতাবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনাপূর্বক উল্লেখিত সময়ে উক্ত এলাকায় জনসাধারণ ও গৃহপালিত প্রাণীর চলাচল না করার জন্য অনুরোধ জানানো হলো। -আইএসপিআর
×