ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

শিক্ষক আইনজীবী ব্যবসায়ীসহ নিহত ১১

প্রকাশিত: ০৪:০৪, ৩ জুন ২০১৬

শিক্ষক আইনজীবী ব্যবসায়ীসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কক্সবাজার, মির্জাপুর, গাজীপুর, টঙ্গী, বাগেরহাট, যশোর ও জয়পুরহাটে ১১ জন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। কক্সবাজার ॥ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড বিচ পাবলিক স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় যাত্রীবাহ চেয়ারকোচ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন সিএনজিচালকসহ আরও তিনজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে সিএনজি অটোরিক্সাযোগে রামুর কলঘর এলাকা থেকে কক্সবাজার আসছিলেন পাঁচ যাত্রী। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের লিংক রোড এলাকায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আইনজীবী হুমায়ুন আহমদ। নিহত হুমায়ুন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি রামু চাকমারকুল আলী হোছেন সিকদারপাড়ায় মৃত মাস্টার আহমদ নবী ও সাবেক ইউপি সদস্যা খতিজা বেগমের (বর্তমানে ইউপি সদস্য প্রার্থী) কনিষ্ঠ পুত্র। জেলা সদর হাসপাতালে আনার পথে মারা যান কক্সবাজার হাসেমিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র রামু মেরোংলোয়া এলাকার মৌলভী হাবিবুর রহমানের পুত্র তৌহিদুর রহমান (২২)। পরে গুরুতর আহত হাশেমিয়া আলিয়া মাদ্রাসার কম্পিউটার বিভাগের শিক্ষক মুফিজুর রহমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। তার বাড়ি রামু কাউয়ারখোপ বাজারসংলগ্ন পশ্চিম পাশের এলাকায়। মির্জাপুর ॥ মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজির সামনে ও ধল্যা সাদিয়া টেক্সটাইল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে সাতজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। পুলিশ ও যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মহাসড়কের মা সিএনজি পাম্পের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কমপক্ষে ১৪ যাত্রী আহত হন। অপরদিকে রাত তিনটার দিকে মহাসড়কের ধল্যা নামক স্থানে সাদিয়া টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী কাঠের গুঁড়াভর্তি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বস্তায় চাপা পড়ে একজন নিহত ও চালক আহত হন। গাজীপুর ॥ গাজীপুরে বৃহস্পতিবার বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মালেকা আক্তার (২৫)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার শিবপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে এবং গাজীপুরের জিরানী বাজার এলাকার রেডিয়েল পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে খাবারের বিরতির সময় বাসায় যাওয়ার জন্য পোশাক শ্রমিক মালেকা কারখানা থেকে বের হয়ে গাজীপুরের জিরানী বাজার এলাকায় ঢাকা-আশুলিয়া-চন্দ্রা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। বাগেরহাট ॥ ফকিরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে সোহাগ কবিরাজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কের কাঁঠালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার মুলঘর ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকার শৈলেন্দ্রনাথ কবিরাজের ছেলে। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনাগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়পুরহাট ॥ জয়পুরহাট-পাঁচবিবি সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক চালক ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিহত চালকের নাম মাহমুদুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় মাহমুদুল ইসলাম ও তার দুই সহযোগী আটাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে জয়পুরহাট-পাঁচবিবি সড়কে উঠতে গেলে পাঁচবিবি থেকে আগত একটি মোটরসাইকেল অপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই সড়কে উঠতে যাওয়া মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং তার দুই সহযোগী আহত হয়। টঙ্গী ॥ মিলগেট এলাকায় তালতলা রোডে বৃহস্পতিবার কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ নূরে আলম (৫০) ও বাবু মিয়া (৪৫)। নূরে আলম ঝুট ও বাবু মিয়া ভাঙ্গারির ব্যবসা করেন। পার্কিংরত গাড়ির নিচে দাবা খেলার সময় তারা চাকায় পিষ্ট হন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার পাশে পার্কিংরত কাভার্ডভ্যানটির পেছনের অংশের নিচে ছায়ায় বসে দাবা খেলছিলেন নূরে আলম ও বাবু মিয়া। বেলা ১১টায় গাড়িটির চালক এসে ইঞ্জিন চালু দেন। এ সময় তারা গাড়ি চলে যাবে কি-না জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে চালক তাদের জানান, খেললে সমস্যা নেই। তিনি আরও পরে গাড়ি ছাড়বেন। কিছুক্ষণ পর চালক হঠাৎ গাড়ি পেছনে নিয়ে আবার সামনে টান দেন। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী নূরে আলম ও বাবু মিয়া মারা যান। ঘটনার আকস্মিকতায় চালক কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান। মনিরামপুর, যশোর ॥ বৃহস্পতিবার মোটরসাইকেলের ধাক্কায় মফিজুল্লাহ পাটোয়ারী (৮০) নামে এক বৃদ্ধ নিহত এবং অপর এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত মফিজুল্লাহ পাটোয়ারী উপজেলার ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
×