ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিষমুক্ত খাদ্য সরবরাহের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৩, ৩ জুন ২০১৬

বিষমুক্ত খাদ্য সরবরাহের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২ জুন ॥ জেলায় বিষমুক্ত ফল এবং নির্ভেজাল খাদ্য সরবরাহের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের প্রাণকেন্দ্র পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ‘পটুয়া’ খেলাঘর আসর। এতে খেলাঘরের ভাই-বোন, কর্মী, শুভানুধ্যায়ী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন পেশার মানুষ সংহতি প্রকাশ করে। আসরের সভাপতি প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ পটুয়া খেলাঘর আসরের উপদেষ্টা ও জেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর, সহসভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া, কার্যকরী সদস্য মানস কান্তি দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, তরুণ সমাজসেবক ফজলে মাহামুদুর রহমান পাপ্পা, স. ম. দেলোয়ার হোসেন দিলীপ, মাহফুজা ইসলাম হেলেন প্রমুখ। বিদ্যুত কেন্দ্রের জমি অধিগ্রহণ বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ জুন ॥ ধানখালীতে ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ চলছে। দ্বিতীয়বার আর কোন বিদ্যুত কেন্দ্র করতে জমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধের দাবিতে ধানখালীর হাজার হাজার নারী-পুরুষ বৃহস্পতিবার দুপুরে ডিগ্রী কলেজ হাটে মানববন্ধন ও সমাবেশ করেছে। এ সময় সমাবেশে ঘোষণা দেয়া হয়, জীবন থাকতে আর কোন জমি অধিগ্রহণ করতে দেয়া হবে না। বক্তারা বলেন, তারা শতকরা ৯৫ ভাগ মানুষ আওয়ামী লীগে ভোট দেন। তিন ফসলি জমি বাদ দিয়ে যেখানে এক ফসলি কিংবা জনবসতিহীন এলাকা রয়েছে ওই জমিতে বিদ্যুত কেন্দ্র করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ধানখালীর পাঁচজুনিয়াসহ তিনটি ওয়ার্ডের হাজারো মানুষ এ সময় বিভিন্ন ধরনের সেøাগান দেন। তাদের দাবি, ১২ মাস এ জমিতে ধান ছাড়াও রবিশস্য ফলানো হয়। কোটি কোটি টাকার তরমুজ ফলানো হয়। এ জমি আবাদ ছাড়া তাদের বেঁচে থাকার কোন উপায় নেই। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শহিদুল আলম, জলিল মৃধা, রাজিব গাজী, জিসান হায়দার আলমগীর, রিয়াজ তালুকদার, বজলুর রহমান, জুয়েল মিয়া জুলহাস প্রমুখ। বান্দরবানে হাতির আক্রমণে নিহত এক নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২ জুন ॥ লামা উপজেলার সরই ইউনিয়নে বন্যহাতির আক্রমণে রাবার বাগানের এক নারীশ্রমিক নিহত হয়। নিহতের নাম অসারুং ত্রিপুরা (৫২)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বন্যহাতির দল সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢেঁকিছড়ার আগা এলাকায় ‘লামা রাবার গ্রুপের’ রাবার বাগানে হামলা চালায়, এ সময় হাতির দল ৩টি বসতঘর ভাংচুর করে। ঘরে থাকা নারী শ্রমিক অসারুং ত্রিপুরা পালিয়ে যেতে না পারায় ঘরবাড়ি ভাংচুরের সময় ঘরের ভেতর চাপা পড়ে মারা যায়। পরে স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে। অগ্নিকা-ে বসতঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের দক্ষিণবালা গ্রামে ক্ষুদ্র কৃষক আহাদ আলীর বসতভিটা আগুনে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সকালে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারের আসবাবপত্র, জামা কাপড়, ছেলেমেয়ের লেখাপড়ার বই, খাতা, কলম ও নগদ ৫ হাজার টাকা আগুনে পুড়ে যায়। ক্ষতির পরিবার প্রায় দেড় লাখ টাকা। বর্তমান পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। ইয়াবা বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২ জুন ॥ নবগঠিত মাধবদী থানাধীন আটপাইকা থেকে ইউছুফ নামে এক মাদক বিক্রেতাকে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় আটপাইকার শুভ টেক্সটাইল সংলগ্ন রাস্তা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় । সে আটপাইকা গ্রামের ফিরোজ মিয়ার পুত্র বলে ডিবি পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান। যান চলাচল বন্ধ ৭ দিন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২ জুন ॥ টানা ৭ দিন ধরে নেত্রকোনাÑমোহনগঞ্জ সড়কে বন্ধ রয়েছে বাস-সিএনজি চলাচল। সেই সঙ্গে বন্ধ রয়েছে মোহনগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম, খাগরাছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজারসহ অন্যস্থানের দূরপাল্লার বাসও। ফলে চরম ভোগান্তিতে পড়েছে হাওড়াঞ্চলের হাজার হাজার মানুষ। বাস ও সিনএজি মালিক পক্ষের রশি টানাটানির কারণে বিপাকে পড়েছে যাত্রী সাধারণ। দূরপাল্লার বাসগুলো চলাচল না করার কারণে মোহনগঞ্জ, সুনামগঞ্জসহ অন্যান্য স্থানের হাজার হাজার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। বাস ও সিএনজি মালিকপক্ষের সুবিধা আদায়ের দ্বন্দ্বে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ডাকাতির চেষ্টা, আহত ৩ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর কালুমাইড় এলাকায় বাসাবাড়িতে ককটেল ফাটিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ ৩ জন আহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে সিরাজ মাস্টার ও ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী একজোট হয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতের ছোড়া ককটেলে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেনÑ আব্দুল হাকিম, তার ছোট ভাই আব্দুল সালাম এবং ইমরান হোসেন। মাস্টার্স শেষপর্ব রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশন আগামী ১৩ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট /সভ ও থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ জুন ॥ সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ঠে মোস্তাফিজুর রহমান বাবু (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বাবু ওই গ্রামের শামছুল হকের ছেলে। জানা গেছে, নেত্রকোনা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ছাত্র মোস্তাফিজুর রহমান বাবু বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইলেক্ট্র্রিক মোটরের সাহায্যে পুকুর থেকে তার বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে পানি দিচ্ছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। এমজিএসপির উদ্যোগে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২ জুন ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মিউনিসিপ্যাল গভর্নেন্স এ্যান্ড সার্ভিস প্রজেক্টের (এমজিএসপি) উদ্যোগে এক অবহিতকরণ কর্মশালা চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এলজিইডির রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটের (আরএমএসইউ) উপপরিচালক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- সহকারী পরিচালক বরুণ সরকার, ফেরদৌস রহমান, পৌরসভার সচিব মুহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন- কাউন্সিলর আবদুল খালেক, আবু ছৈয়দ, গোফরান রানা, শফিকুল আলম, আবদুল মান্নান, শেখ সাইফুল ইসলাম, ইয়াছমিন আকতার চৌধুরী, বুলবুল আকতার, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ। ফেনসিডিলসহ আটক ২ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার ভাদড়া সীমান্তে বৃহস্পতিবার ভোরে পিকআপভর্তি আমদানি নিষিদ্ধ দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই চোরাচালানিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- শহরের রসুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮) ও সদর উপজেলার বৈকারি গ্রামের আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২০)। পুলিশ জানায়, সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আগরদাড়ি ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রসায় ফেনসিডিলের একটি বড় চালান আনা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা ফেনসিডিল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। ছাত্রী অপহরণের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২ জুন ॥ জেএসএস নেতা সুনীল চাকমাকে হত্যা ও স্কুলছাত্রী লাছাই মার্মাকে অপহরণের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন ফেডারেশন বান্দরবান জেলা শাখা। বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে সংগঠন দুটি যৌথভাবে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন- পাহাড়ী ছাত্র পরিষদের জেলা সভাপতি উবাচিং মার্মা, সাধারণ সম্পাদক উ খিং হ্লা মার্মা, হিল উইমেন ফেডারেশনের সভানেত্রী শান্তি দেবী তংচঙ্গ্যা প্রমুখ। এ সময় বক্তারা অনতিবিলম্বে জেএসএস নেতা হত্যা এবং আদিবাসী ছাত্রী অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
×