ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোয়ানু ॥ ঝালকাঠিতে ক্ষতি ১০ কোটি টাকা

প্রকাশিত: ০৪:০২, ৩ জুন ২০১৬

রোয়ানু ॥ ঝালকাঠিতে ক্ষতি ১০ কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি, ২জুন ॥ রোয়ানুর প্রভাবে ৪ উপজেলার নদী সংলঘœ এলজিইডি বিভাগের ১৭টি সড়কের ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা এবং রাজাপুর উপজেলায় ২টি ব্রিজের ১ কোটি ৩০ লাখ টাকা ক্ষতিসহ ৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এলজিইডি বিভাগ ক্ষতির বিবরণী সংশ্লিষ্ট বিভাগে প্রদান করেছে। সদর উপজেলায় নবগ্রাম ইউনিয়নের বেরমহল ভায়া হিমানন্দকাঠী সড়কের ৬১ লাখ ৫৫ হাজার টাকা, গাবখান গুয়াটন ভায়া শেখেরহাট সড়কের ৫৮ লাখ ৫০ হাজার টাকা, গগনহাট ভায়া মানপাশা সড়কে ১৩ লাখ ৫০ হাজার টাকা, কীর্ত্তিপাশা গবিন্দধবাল-পাঞ্জিপুথিপাড়া সড়কের ১৩ লাখ ২৫ হাজার টাকা, কীর্ত্তিপাশা বাউলকান্দ সড়কের ২৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। নলছিটি উপজেলায় ফুলতলা-মানপাশা-তালতলা-নাচনমহল সড়কের ৫০ লাখ টাকা, সরদার বাড়ী-চৌরঙ্গি-পলাশপুর-রানাপাশা সড়কের ৪০ লাখ টাকা, মগর-আমিরাবাদ সড়কের ২০ লাখ টাকা, নলছিটি বাজার ভায়া মাটিভাঙ্গা-ফেরিঘাট সড়কের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজাপুর উপজেলার মোল্লার হাট-শ্রীমন্তকাঠী-বলারজোর-সড়কে ৫০ লাখ টাকা, বাগরি-সাংগোর সড়কে ৩৫ লাখ টাকা, গালুয়া-কাঁঠালিয়া ভায়া ইসলামিক মিশন সড়কে ৫০ লাখ টাকা, নিজামিয়া-বড়ৈয়া সড়কে ১ কোটি ২০ লাখ টাকা, মিরেরহাট-আউরা-কৈখালী সড়কে ২০ লাখ টাকা, আঙ্গারিয়া-ফকিরহাট সড়কে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কাঁঠালিয়া উপজেলায় আমুয়া ভায়া রাজাপুর সড়কের ২০ লাখ টাকা ও কাঠালিয়া উপজেলা-আউরা সড়কে ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া রাজাপুর উপজেলার মিরেরহাট-নিজামিয়া সড়কের একটি ব্রিজের ৩০ লাখ এবং একই উপজেলার আঙ্গারিয়া-ফকিরহাট সড়কের অন্য একটি ব্রিজের ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
×