ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়লার ভ্যানে শিশুর জীবন

প্রকাশিত: ০৪:০১, ৩ জুন ২০১৬

ময়লার ভ্যানে শিশুর জীবন

ইউনুস মিয়া, ফটিকছড়ি ॥ দুই বছর বয়সের শিশু। নাম জুয়েল। ফুটফুটে চেহারা। মুখে লেগে আছে হাসি। অস্বস্তি কিংবা না পাওয়ার কোন চিহ্নই নেই ছোট্ট শিশুটির চোখে মুখে। গায়ে কাপড় নেই। খাওয়া-দাওয়ারও ঠিক নেই। সুন্দর পৃথিবীতে বেমানান গল্প যেন জুয়েলকে ঘিরে। ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট বাজার পরিষ্কারকর্মী রাবেয়া খাতুনের আদরের সন্তান ছোট্ট জুয়েল। রাবেয়া খাতুন শারীরিক প্রতিবন্ধী। স্বামীর কোন ঠিক-ঠিকানা নেই। ছোট্ট সংসার চলে নিজের পরিশ্রমের ওপর। প্রতিদিন ভোরে নাজিরহাট পৌর সদরের বিভিন্ন অলিগলিতে ময়লার ভ্যান চোখে পড়ে। তার মা রাবেয়া খাতুন বাজারের আবর্জনা আনতে গেলে গলির মুখে ময়লার ভ্যানে পড়ে থাকে জুয়েল। মানুষের দৃষ্টি জুয়েলের দিকে যায়। বেশির ভাগ মানুষ জুয়েলের এ মানবেতর জীবনযাপন দেখে আফসোস করেন, চোখের কোণে জল আসে অনেকের। জুয়েলের এ নিষ্ঠুর জীবন জন্ম থেকেই। সে তার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থানসহ অন্যান্য মৌলিক অধিকার থেকে জন্ম থেকেই বঞ্চিত। তার মাও এসব নিয়ে ভাবেন না। দুই বেলা দু’মুঠো ডাল-ভাতের মধ্যেই সীমাবদ্ধ এবং খুশি রাবেয়া খাতুন। এভাবে ময়লার ভ্যানে জুয়েল বেশিদিন থাকলে সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। শিশু ধর্ষিত ॥ দুই পাষ- আটক নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ জুন ॥ আমতলী উপজেলার তৃতীয় শ্রেণীর ছাত্রী (১২) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় চারজনকে আসামি করে মামলা করেছে। পুলিশ জিয়া উদ্দিন শুভ ও মুছা মিয়া নামের দুই ধর্ষককে আটক করেছে। জানা গেছে, নানার বাড়িতে থেকে ওই ছাত্রী লেখাপড়া করছে। ঘটনার দিন (মঙ্গলবার) বিকেলে বালিয়াতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে ওই ছাত্রী ছাগল চড়াতে যায়। এ সময় জিয়া উদ্দিন শুভ, মুছা মিয়া, রিয়াজ ও রাসেল তাকে ধরে মাদ্রাসার পশ্চিম পাশের একটি টিনশেডের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ বুধবার রাতে জিয়া উদ্দিন শুভ ও মুছা মিয়াকে গ্রেফতার করেছে। বরিশালে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ দু’জনকে আটকের জের স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দু’জনকে আটকের জের ধরে রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে স্থানীয় কয়েক শ’ নারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জেলার গৌরনদী পৌর এলাকার টরকীরচর এলাকায়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, টরকীরচরের স্থায়ী বেঁদে পল্লীর শতাধিক বাড়িতে বিদ্যুতের লাইনের জন্য ওই পল্লীর বাসিন্দারা দীর্ঘদিন থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি করে আসছিল।
×