ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে টিকা দেয়ার পর শিশু অসুস্থ ॥ মেডিক্যাল বোর্ড

প্রকাশিত: ০৪:০১, ৩ জুন ২০১৬

বরিশালে টিকা দেয়ার পর শিশু অসুস্থ ॥ মেডিক্যাল বোর্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়ার বাহাদুরপুর গ্রামের পরিমল বিশ্বাসের ১৫ মাসের পুত্র পাইলট বিশ্বাসকে হামের দ্বিতীয় ডোজের টিকা দেয়ার পর শিশুটির শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়া শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির দিনমজুর বাবা অভিযোগ করেন, গত ২২ মে স্থানীয় সরকারী টিকাদান কেন্দ্রে তার শিশুপুত্র পাইলটকে হামের দ্বিতীয় ডোজের টিকা দিয়েছেন ওই এলাকার সহকারী স্বাস্থ্য পরিদর্শক নীলকান্ত হালদার। টিকা দেয়ার পর থেকে পাইলটের শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া (প্রতিবন্ধিতা) দেখা দেয়া শুরু করে। টিকা দেয়ার পাঁচ দিন পর শিশুটির দু’পা হাঁটাচলার শক্তি হারিয়ে হাতও অবসন্ন হয়ে আসতে শুরু করেছে। তিনি আরও জানান, গত ১ জুন পাইলটকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ১৯ নম্বর বেডে চলছে শিশু পাইলটের চিকিৎসা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন জানান, টিকা দেয়ার কারণেই শিশুটির এমন হয়েছে তা সঠিক নয়। টিকা দেয়ার কারণে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হলে তা ২৪ ঘণ্টার মধ্যেই দেখা দিত। তিনি আরও জানান, শিশুকে ভর্তি করে তিনিসহ হাসপাতালের চিকিৎসক ডাঃ গোলাম মাহাবুব মীর্জা ও ডাঃ বখতিয়ার আল মামুনকে নিয়ে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সূত্রমতে, বোর্ডের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শিশুটি এএফপি (একুড প্রাসিড প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়েছে। বিষয়টি তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্র্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার জন্য শিশুর মলমূত্র বৃহস্পতিবার ঢাকায় পাঠনো হয়েছে। আজ শুক্রবার শিশু পাইলটকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞদের কাছে প্রেরণ করা হবে। পরিচালকসহ ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা বরিশাল পানি উন্নয়ন বোর্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে ঠিকাদারের দায়ের করা মামলা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আনোয়ারুল হক এ নির্দেশ দেন। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের মেশিনারিজ বিক্রয়ের নামে অর্থ আত্মসাতের পাঁয়তারার অভিযোগে সংশ্লিষ্ট দফতরের মহাপরিচালকসহ ১৫ জনকে বিবাদী করে মামলাটি দায়ের করেন ঠিকাদার এসএফএম শহিদুল্লাহ খান। মামলায় বিবাদী করা হয় পাউবোর মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বরিশালের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় ভারপ্রাপ্ত প্রকৌশলী, হিসাবরক্ষণ অফিসার, ডেলিভারি কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত গুদামরক্ষক, সিবিএ নেতা, অফিস সহকারী, ফোরম্যান, ডেলিভারি কমিটির সদস্য সচিব এবং ডকইয়ার্ড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের এসআইসহ ১৫ জনকে।
×