ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের পরীক্ষায় বসতে হচ্ছে বিহারের ১৪ শিক্ষার্থীকে

‘রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় রান্নাবান্না’, বলেন মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারী

প্রকাশিত: ০৩:৪১, ৩ জুন ২০১৬

‘রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় রান্নাবান্না’, বলেন মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারী

ভারতের উত্তীর্ণ শীর্ষস্থান অধিকার করাসহ ১৪ শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেয়া হবে। তারা প্রতারণার আশ্রয় নিয়ে থাকতে পারেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবিক বিভাগের প্রথম রুবি রায় নামের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী স্থানীয় একটি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে রাষ্ট্রবিজ্ঞানকে রান্না সংক্রান্ত বিষয় বলে উল্লেখ করার পর শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়ার এই সিদ্ধান্ত আসে। এমনকি পলিটিক্যাল সায়েন্সকে সে উচ্চারণ করেছে প্রডিকাল সায়েন্স। ক্লাস টুয়েলভের পরীক্ষা কত নম্বরে হয়, তাও জানে না সে। এরপরই বিহার স্কুল এগজামিনেশন কন্ট্রোল বোর্ড বা বিএসইসিবি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান ও কলা বিভাগের পরীক্ষার ফল প্রকাশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, তথাকথিত ওই শীর্ষস্থান অধিকারীদের খাতা পরীক্ষা করে দেখা হবে। শুধু তাই নয়, বিজ্ঞান ও কলার পাশাপাশি বাণিজ্য বিভাগের শীর্ষস্থানাধিকারীদের শুক্রবার আবার পরীক্ষা দিতে হবে। নেয়া হবে ইন্টারভিউও। যদি ইন্টারভিউয়ে তারা ফেল করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বাতিল হয়ে যাবে পরীক্ষার ফলও। বিজ্ঞান বিভাগের প্রথম সৌরভ শ্রেষ্ঠের বিজ্ঞান সম্পর্কে বিন্দুমাত্র ধারণাই নেই। সে মনে করে, এ্যালুমিনিয়াম রেডিওএ্যাকটিভ ধাতু। -বিবিসি ও এবিপি আনন্দ তিন তালাকের বিরুদ্ধে ভারতের ৯২ ভাগ মুসলিম নারী না। আর তিন তালাকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ঝেড়ে ফেলা যাবে না দায়িত্ব। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের এই পিটিশনে ইতোমধ্যেই সই করেছেন ৫০ হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ। এর মধ্যে মহিলারা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পুরুষরাও। দেশের মোট ৯২ শতাংশ মুসলিম মহিলা আন্দোলনকে সমর্থন করেছেন। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান জানান, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কেরল ও উত্তরপ্রদেশে চলছে পিটিশনে সই গ্রহণ। শুধু মুখে নয়, ইমেল, ফোন এমনকি, টেক্সট মেসেজের মাধ্যমেও ক্রমাগত বেড়ে চলেছে তিন তালাক দিয়ে সম্পর্ক শেষ করার প্রক্রিয়া। সেই সঙ্গেই প্রচলিত রয়েছে নিকাহ হলাল প্রক্রিয়াও। এই পদ্ধতি অনুযায়ী তালাকের পর দ্বিতীয় বার স্বামীকে বিয়ে করার আগে মহিলাদের অন্য কোনও পুরুষকে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে হয়। এই দুই প্রথার বিরুদ্ধেই ৯০ দিন আগে পিটিশন জারি করে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন। -আনন্দবাজার পত্রিকা
×