ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তদন্তে কংগ্রেস কমিটি

প্রকাশিত: ০৮:৪৩, ২ জুন ২০১৬

তদন্তে কংগ্রেস কমিটি

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির পর প্রতিনিধি পরিষদের একটি কমিটিও নিউইয়র্ক ফেড থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির আলোচিত ঘটনার তদন্ত শুরু করেছে। এই সংক্রান্ত তথ্য চেয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলিকে পাঠানো প্রতিনিধি পরিষদের সায়েন্স কমিটির একটি চিঠির কথা তুলে ধরে বুধবার রয়টার্স এই খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার গত ফেব্রুয়ারিতে সুইফটের মাধ্যমে ভুয়া নির্দেশনা পাঠিয়ে লোপাট হয়। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির এই ঘটনায় বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নড়চড় শুরু হয়। হ্যাকিংয়ের মাধ্যমে ভিয়েতনাম ও ইকুয়েডরের অর্থ চুরির ঘটনা প্রকাশের প্রেক্ষাপটে আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন সুইফট ব্যাংকগুলোকে সাইবার নিরাপত্তা জোরদারের পরামর্শ দেয়। তারপরই গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটির চিঠি যায় ফেডারেল রিজার্ভ ব্যাংকে এবং চিঠিতে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত সব তথ্য দিতে বলা হয়। এসব তথ্য ১৪ জুনের মধ্যে দিতে বলেছে কংগ্রেস কমিটি। ব্যাংকের একজন মুখপাত্র বলেন, তারা কংগ্রেস কমিটির অনুরোধে সাড়া দিয়ে তথ্যগুলো পাঠাবেন। প্রতিনিধি পরিষদের সায়েন্স কমিটির চেয়ারম্যান ল্যামার স্মিথ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আর্থিক ব্যবস্থাপনার ওপর সাম্প্রতিক সাইবার হামলার আলোকে কমিটি নিউইয়র্ক ফেড থেকে এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ মনে করছে।’ এগুলো হচ্ছে- ঘটনার পর নিউইয়র্ক ফেড কী পদক্ষেপ নিয়েছিল, সুইফটের কোন গলদ ছিল কি না, তদন্তের হাল কী পর্যায়ে রয়েছে, এই ধরনের ঝুঁকি ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
×