ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর যানজট কমাতে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

প্রকাশিত: ০৮:২২, ২ জুন ২০১৬

রাজধানীর যানজট কমাতে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যানজট কমাতে পর্যায়ক্রমে ফুটপাথ দখলমুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় ফুটপাথে থাকা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। বুধবার মতিঝিলের শাপলা চত্বর, আইডিয়াল স্কুলের আশপাশ এলাকার অবৈধ দোকান, মাছ ও ফলের দোকানসহ ভাসমান টং ঘর উচ্ছেদ করা হয়। ডিএমপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চলে। অভিযান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর ফুটপাথগুলোর প্রায় সবই ভ্রাম্যমান দোকান বা মালামাল রেখে দখল করা। বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চললেও কিছুদিন পরই আবার বেদখল হয়ে যায় ফুটপাথ। ফুটপাথ বেদখল হওয়ায় পথচারীদের চলাচলে যেমন সমস্যা হয়, তেমনি দোকান ঘিরে ভিড় এবং সড়কে পথচারীদের চলাচলে যানজটেরও সৃষ্টি হয়। এজন্য পর্যায়ক্রমে রাজধানী থেকে ফুটপাথ ও রাস্তা দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে।
×