ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেকায়েপ প্রকল্পের কাজ বিশ্ব সাহিত্য কেন্দ্রকে দেয়ার বিষয়টি ঝুলে গেল

প্রকাশিত: ০৮:২১, ২ জুন ২০১৬

সেকায়েপ প্রকল্পের কাজ বিশ্ব সাহিত্য কেন্দ্রকে দেয়ার বিষয়টি ঝুলে গেল

স্টাফ রিপোর্টার ॥ বাজেট সংক্রান্ত কাজে মন্ত্রীরা ব্যস্ত থাকায় বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকায়েপ প্রকল্পের কাজ বিশ্ব সাহিত্য কেন্দ্রকে দেয়ার বিষয়টি ঝুলে গেল। বুধবারের বৈঠকে প্রকল্পের অধীনে শিক্ষক প্রশিক্ষণের কাজ বিশ্ব সাহিত্য কেন্দ্রকে অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছিল। জানা গেছে, প্রকল্পের পরিচালক ড. মাহমুদুল হক বিশ্বব্যাংক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রকে খুশি করতে এই কাজ তড়িঘড়ি করে অনুমোদন নিতে চাচ্ছেন। সে প্রস্তুতিও নিয়েছিলেন পরিচালক। কিন্তু মন্ত্রিসভা কমিটির বৈঠক স্থগিত হওয়ায় এখন পরবর্তী বৈঠকের জন্য তাকে অপেক্ষা করতে হবে। এর আগে বুধবার ‘বিতর্কিত সেই শিক্ষক প্রশিক্ষণ প্রকল্প আজ ক্রয় কমিটিতে’ শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক জনকণ্ঠে প্রকাশ করা হয়।
×