ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছেলেকে ছুরিকাঘাত করে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার টাকা ছিনতাই

প্রকাশিত: ০৮:২০, ২ জুন ২০১৬

ছেলেকে ছুরিকাঘাত করে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ মায়ের জন্য রক্ত কিনতে টাকা নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। ক্যান্সার আক্রান্ত মায়ের করুণ কাহিনী শুনিয়েও ছিনতাইকারীদের ছোবল থেকে রেহাই পাননি তিনি। বুধবার ছিনতাইকারীরা তার স্েঙ্গ থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমন সংবাদ পেয়ে মায়ের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকরা ব্প্লিবের মায়ের সুচিকিৎসার জন্য অন্য ওষুধপত্রের সঙ্গে বেশ কয়েক ব্যাগ রক্তও লাগবে জানায়। সে জন্য ২৫ হাজার টাকা যোগাড় করে রাজধানীর মুগদায় স্বজনদের কাছে যান আরও কিছু টাকার জন্য। টাকা নিয়ে ফেরার পথে তার ওপর ফিল্মি কায়দায় হামলে পড়ে ছিনতাইকারীর দল। হাতে-পায়ে ছুরিকাঘাত করে লুটে নেয় ক্যান্সারে কাতর মায়ের জন্য রক্ত কেনার ২৫ হাজার টাকা। বিপ্লব হোসেন (৩০) নামে হতভাগ্য ওই ছেলে আহতাবস্থায় ভর্তি হয়েছেন ঢামেকে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তার বোন রিনা আক্তার। বিপ্লব জানান, তিনি ঢাকার দোহার থানার বাসিন্দা। থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। মা তাসলিমা বেগমের (৬০) অসুস্থতার খবর পেয়ে ৬-৭ মাস আগে দেশে আসেন। ১০-১২ দিন ধরে ঢামেকের নতুন ভবনে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা চলছে। ডাক্তাররা বলেছেন তার রক্ত লাগবে। সেই রক্ত কেনার জন্য এই ২৫ হাজার টাকা নিয়ে সকালে মুগদার মা-া এলাকায় স্বজনদের কাছে যাই। মা-ার লেট্টা ফকির নামক স্থানে পৌঁছালে স্থানীয় মুরাদসহ তিন বখাটে আমাকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা নিয়ে যায়। মুরাদসহ ওই তিনজন এর আগেও তার কাছে নেশা করার জন্য টাকা দাবি করেছেন। কিন্তু না দেয়ায় সকালে তার ওপর এই হামলা চালিয়েছে তারা। এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি। স্থানীয় সূত্রে এর সত্যতাও পেয়েছি। হামলার শিকার ব্যক্তি নিজেই বাদী হয়ে মামলার এজাহার দিয়েছেন। মামলা রেকর্ড হচ্ছে। ছিনতাইকারীদের শীঘ্রই গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
×