ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:০৫, ২ জুন ২০১৬

আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ গ্রেফতার এড়াতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত দিন আজ বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় নেতা ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সাংবাদিকদের জানান বৃহস্পতিবার আত্মপক্ষ সমর্থনের শুনানি রয়েছে তাই ম্যাডাম আদালতে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে আদালতের অস্থায়ী এজলাসে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারিক কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের সর্বশেষ তারিখ ছিল ১৯ মে। কিন্তু অসুস্থতার কথা বলে তার আইনজীবীরা সময়ের আবেদন করলে শুনানি পিছিয়ে যায়। তবে ১৯ মে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার আজ ২ জুন বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে আগেই সতর্ক করে দেন । বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেননি খালেদা ॥ বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধন করেননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে মোবাইল ফোন ব্যবহার করলেও তার নিজের নামে কোন সিম নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের জানান, খালেদা জিয়া প্রয়োজনে অফিসিয়াল ফোনে কথা বলেন, যেগুলো তার সহকারী ও স্টাফরা রাখেন।
×