ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় দিনও দুস্থদের খাবার দিলেন খালেদা

প্রকাশিত: ০৭:৫৬, ২ জুন ২০১৬

তৃতীয় দিনও দুস্থদের খাবার দিলেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ১৫ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগের দুদিনের মতো বুধবারও তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে এ কর্মসূচী পালন করেন। দুপুর পৌনে ১২টায় মহাখালী কমিউনিটি সেন্টার (ব্র্যাক ইউনিভার্সিটি সংলগ্ন) থেকে খালেদা জিয়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ শুরু করেন। মহাখালীতে খাবার বিতরণ শেষে খালেদা জিয়া শাহীনবাগ, এফডিসি গেট, সাতরাস্তা, নাবিস্কো, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার, শাহ আলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল (মিরপুর-২), অনিক প্লাজা (পল্লবী), শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, খিলক্ষেত নিকুঞ্জ, আমির কমপ্লেক্স (দক্ষিণখান), নতুন বাজার (ভাটারা), মধ্যবাড্ডার মোল্লাপাড়া এবং রামপুরার আল আমিন মার্কেটের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এর পর তিনি বাসায় চলে যান। সরকার পতনে ৭ দিনের বেশি সময় লাগবে না-হান্নান শাহ ॥ যোগ্য নেতৃত্ব এলে সরকার পতনে ৭ দিনের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আসম হান্নান শাহ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল সবুজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সবুজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আব্দুল্লাহিল মাসুদুদের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
×