ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪০ নার্স আহত

প্রকাশিত: ০৭:৫৫, ২ জুন ২০১৬

স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪০ নার্স আহত

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আন্দোলনকারীরা বুধবার বিকেলে রাজধানীর সোবহানবাগে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে রাতে তাদের তুলতে যায় পুলিশ। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশের দাবি। অন্যদিকে বেকার নার্সদের দাবি, পুলিশ লাঠি ও জলকামান নিয়ে তাদের ওপর চড়াও হয়। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স এ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার সাংবাদিকদের জানান, পুলিশ বুধবার রাত সাড়ে ৮টার দিকে আমাদের উঠিয়ে দেয়ার জন্য লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ধানম-ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ওই রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করা হয়েছে। পিএসসির মাধ্যমে না করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাড়ির সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারী নাহিদা বলেন, ২০১১ সালে নার্সের পদমর্যাদায় দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার পর ২০১৩ সালে ৪ হাজার ১০০ জন নার্সকে ব্যাচভিত্তিক নিয়োগ দেয় সরকার। কিন্তু এখন সরকার পিএসপির মাধ্যমে এ নিয়োগ দিতে চাচ্ছে।
×