ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফাহিম ফয়সালের ‘নীলচে আকাশ’

প্রকাশিত: ০৬:৪৪, ২ জুন ২০১৬

ফাহিম ফয়সালের ‘নীলচে আকাশ’

এই সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের নতুন মিউজিক ভিডিও নীলচে আকাশ সম্প্রতি মুক্তি পায় বিশ্বব্যাপী। ইউটিউব ও টেলিভিশনে মুক্তির পরপরই গানটি দর্শক-শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে। জাহিদ আকবরের কথা ও সাজিদ সরকারের সঙ্গীতে এ গানের সুর করেছেন ফাহিম ফয়সাল নিজেই। কথা হচ্ছে নীলচে আকাশ পুরোটা তোমার শিশির ছোঁয়া ঘাস এই হৃদয়ের সবটুকু প্রেম বুকের সব নিঃশ্বাস ...। সবুজের মাঝে স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। সুন্দর লোকেশনে নয়নাভিরাম চিত্রায়নের জন্য মুক্তির পরপরই গানটি শ্রোতা মহলে বেশ গ্রহণযোগ্যতা তৈরি হয়, বেশ ভাল সাড়াও পায়। শিল্পী ফাহিম ফয়সালের একক এ্যালবাম ভাললাগার শেষ খেয়াল, প্রেম, অনুরাগ অনুভূতি ও আবেগের মিষ্টি খেয়াল নিয়ে প্রকাশিত হয়েছে। নিজস্ব চিন্তা ও ভালবাসার ফসল তার এই এ্যালবাম। এ্যালবামের নীলচে আকাশ গানটি সম্পর্কে শিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল জানান, নীলচে আকাশের অডিও ভার্সন দর্শক-শ্রোতারা প্রথমে শোনে অনলাইনে এরপর দেশ-বিদেশে নানা প্রান্ত থেকে শ্রোতারা গানটির চমৎকার একটি ভিডিও দেখার আগ্রহের কথা জানাতে থাকেন। আমিও চেষ্টা করেছি সম্পূর্ণ মৌলিক ও ভালমানের একটি ভিডিও দর্শক-শ্রোতাদের উপহার দিতে। প্রকৃতিঘেরা নয়নাভিরাম চমৎকার সব স্থানে গানটি চিত্রায়ন করা হয়েছে। ভিডিও নির্দেশনায় ছিলেন ইলান। তিনি আরও জানান, সুর ও গায়কীর পাশাপাশি নীলচে আকাশের জন্য দর্শক-শ্রোতাদের কাছ থেকে অনেক ভাল সাড়া পাচ্ছি। জাহিদ আকবর এত সুন্দরভাবে কাব্যিক ভাবনা ফুটিয়ে তুলেছেন এর জন্য আমি তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। গানটিতে আমার সঙ্গে মডেল হয়েছেন নবাগতা জাহরান নূর। সর্বোপরি গানটির মিউজিক ভিডিও দর্শক-শ্রোতারা বেশ ভালভাবে গ্রহণ করায় সবার কাছে আমি কৃতজ্ঞ। নীলচে আকাশ গানটি নেয়া হয়েছে জি-সিরিজ অগ্নিবীণা থেকে প্রকাশিত ফাহিম ফয়সালের ভাললাগার শেষ খেয়াল এ্যালবাম থেকে। সুর কণ্ঠ ও সঙ্গীত প্রযোজনা এবং বিভিন্ন সময়ে মিক্স এ্যালবামে কাজ করেছেন। ফাহিম ফয়সাল বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। মিউজিক ভিডিও ও বেশ কয়েকটি নতুন গানের নির্মাণকাজ এবং পরবর্তী এ্যালবামের পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড স্বপ্নসুরের জন্য নতুন মিউজিক সবমিলে সঙ্গীতের সঙ্গে তার এখন দিন রাত। আনন্দকণ্ঠ ডেস্ক
×