ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওপেন ইনডোর আরচারি চ্যাম্পিয়নশিপ

ঢাকা আর্মি ক্লাবের ৪টি স্বর্ণপদক

প্রকাশিত: ০৬:৩৮, ২ জুন ২০১৬

ঢাকা আর্মি ক্লাবের ৪টি স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার ‘ওপেন ইনডোর আরচারি চ্যাম্পিয়নশিপ’ শেষ হয়েছে। তারা হলেন : রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে বিজিবির সানোয়ার হোসেন, রিকার্ভ ডিভিশনে মহিলা সেকশনে তীরন্দাজ সংসদের বিউটি রায়, রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে দলগতভাবে বিকেএসপি, রিকার্ভ ডিভিশনে মহিলা সেকশনে বিকেএসপি, কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে ঢাকা আর্মি আরচারি ক্লাবের আনোয়ারুল কাদের, কম্পাউন্ড ডিভিশনে মহিলা সেকশনে ঢাকা আর্মি আরচারি ক্লাবের রোকসানা আক্তার, কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে ঢাকা আর্মি আরচারি ক্লাব এবং কম্পাউন্ড ডিভিশনে মহিলা সেকশনে ঢাকা আর্মি আরচারি ক্লাব স্বর্ণপদক লাভ করে। ফাইনাল খেলা শেষে রাতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন সার্ভিসেস সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাবের মোট ৮টি দল থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ৮৭ আরচার অংশগ্রহণ করে। হকি ফেডারেশনকে ১ কোটি টাকা দিচ্ছে গ্রিন ডেল্টা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশন হকি উন্নয়নের জন্য আগামী তিন বছরের জন্য পাশে পাচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে। এই সময়ে গ্রিন ডেল্টা ১ কোটি টাকা অনুদান দেবে হকি ফেডারেশনকে। বুধবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরীসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বাকি দুইজন হলেন: ফারজানা চৌধুরী এবং শফিক মেনহাজ খান। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও হকি ফেডারেশনের উন্নয়নের জন্য ৩ বছরে ১ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। ক্লাব কাপ রাগবিতে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস স্পোর্টস রিপোর্টার ॥ ‘ব্যাম্বু ক্যাসল ক্লাব কাপ রাগবি প্রতিযোগিতা’ বুধবার ঢাকার মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে শেষ হয়েছে। বিকেলে অনুষ্ঠিত ফাইনালে ওল্ড ডিওএইচএস ১২-৫ পয়েন্টে গুলশান রাগবি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন আবুল হোসেন (যুগ্মসচিব, ক্রীড়া পরিদপ্তর)। বিশেষ অতিথি ছিলেন রিসেল মাহমুদ এবং বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
×