ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বাগতিক বাংলাদেশের শুরু হার দিয়ে

প্রকাশিত: ০৬:৩৭, ২ জুন ২০১৬

স্বাগতিক বাংলাদেশের শুরু হার দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ট্রিট ফিবা এশিয়া, দক্ষিণ এশিয়া (সাবা) অঞ্চলের অনুর্ধ-১৮ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ বাছাই’ পর্বের খেলা। উদ্বোধনী দিনের খেলায় ভারত ৯০-৩১ পয়েন্টে স্বাগতিক বাংলাদেশকে হারায়। প্রথমার্ধে ভারত ৫৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। ভারতের বিশাল কুমার ১৫ ও বালাধনেশ্বর ১২ পয়েন্ট এবং বাংলাদেশের মোহাম্মদ আলী ৯ ও সজীব ৬ পয়েন্ট স্কোর করেন। বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন : শাহানুর রহমান সজীব, তাহসিন জিলানী, শেখ আবদুল্লাহ বিন আলম, কামরুল ইসলাম চৌধুরী, তানভীর প্রধান, ওমর চৌধুরী, রাইতুল ইসলাম রুশো, আলী হোসেন, দিপন আইচ, রফিকুর জামান, মেহেদী হাসান ও জামিল আহমেদ। অপর ম্যাচগুলোতে নেপাল ৬৫-৬৪ পয়েন্টে শ্রীলঙ্কাকে, ভারত ১২৭-৫২ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায়। আজ সকাল ১০টায় বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কাকে। জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রাণ কনফেকশনারি লিমিটেডের হেড অফ মার্কেটিং এ্যান্ড সেলস এ কে এম মঈনুল ইসলাম মঈন এবং এটিএম তারেক (ম্যানেজার ইভেন্ট এ্যান্ড এক্টিভেশন, প্রাণ কনফেকশনারি লিমিটেড)। ফাহিম মুনয়েমের মৃত্যুতে বিওএ-বিসিবির শোক স্পোর্টস রিপোর্টার ॥ বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েম বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মুনয়েমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। বিওএ সভাপতি, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ সংস্থার সদস্যগণ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন।
×