ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেপ গার্ডিওলাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না মরিনহো!

প্রকাশিত: ০৬:৩৬, ২ জুন ২০১৬

পেপ গার্ডিওলাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না মরিনহো!

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও সময়ের দুই সেরা কোচ জোশে মরিনহো ও পেপ গার্ডিওলা একে অপরের মুখোমুখি হচ্ছেন। দু’জনই সম্প্রতি দুই ইংলিশ ক্লাবের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। গার্ডিওলা ম্যানচেস্টার সিটি ও মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পদে আসীন হয়েছেন। এ কারণে ডাগআউটে দু’জনের জম্মেশ লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব। তবে যে যাই ভাবুন না কেন, মরিনহো জানিয়ে দিয়েছেন তিনি গার্ডিওলাকে নিয়ে ভাবছেন না। এটা না ভেবে বরং নিজের কাজে মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন স্পেশাল ওয়ান। গত মৌসুমে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর ম্যানইউর কোচ হয়েছেন মরিনহো। আর জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্ডিওলা। সঙ্গত কারণেই এই প্রশ্নটা তাদের শুনতে হচ্ছে, দলের পাশাপাশি কোচ হিসেবে দু’জনের মধ্যকার লড়াই নিয়ে ভাবছেন কি না? আগের অভিজ্ঞতা সামনে এনে মরিনহো বলেন, আমার অভিজ্ঞতা বলছে, গার্ডিওলা আসায় আমি নিশ্চুপ থাকতে পারব না। একটি লীগে (স্পেনের) তার সঙ্গে দু’বছর ছিলাম। সেখানে আমি কিংবা সে চ্যাম্পিয়ন হতো। ব্যক্তিগত লড়াইটাও ছিল। কারণ ক্লাব তো ফলই চায়। ইংলিশ প্রিমিয়ার লীগে গার্ডিওলার দ্বৈরথ নিয়ে ভাবছেন না মরিনহো! পর্তুগীজ লৌহমানবের ভাষায়, প্রিমিয়ার লীগের চিত্রটা ভিন্ন। যদি আমি তার কিংবা ম্যানসিটির প্রতি নজর রাখি, আবার সে আমার কিংবা ম্যানইউর দিকে নজর রাখে তাহলে অন্য কেউ চ্যাম্পিয়ন হবে। মুখে না বললেও পরোক্ষভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন মরিনহো। এটা হলফ করে বলা যায়। কারণ ম্যানইউর কোচের চাকরি টিকিয়ে রাখা খুব একটা সহজ নয়। অপরদিকে গার্ডিওলা ঠা-া মাথায় লড়াই চালিয়ে যাবেন। এটাও নির্দ্বিধায় বলা চলে। স্প্যানিশ লা লিগায় একসঙ্গে গার্ডিওলা ও মরিনহো ছিলেন ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত। এ সময়ে দুইজনই একটি করে লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। গার্ডিওলা বার্সিলোনার স্পেনের ঘরোয়া ফুটবলের বাইরে জেতেন চ্যাম্পিয়ন্স লীগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। গত সপ্তাহে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউনাইটেডের কোচের পদ অলঙ্কৃত করেন মরিনহো। লুইস ভ্যান গাল বরখাস্ত হওয়ার পর থেকেই ইউনাইটেডের ভাবি কোচ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মরিনহো। বৃটিশ সংবাদ মাধ্যমগুলো আগেই দাবি করেছিল যে চেলসির সাবেক বসের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হওয়ার পথে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবতার মুখ দেখেছে। মরিনহোর ইমেজ স্বত্ব বিষয়ে আলোচনার কারণে চুক্তি সম্পাদনে কিছুটা বিলম্ব ঘটেছে। এ্যালেক্স ফার্গুসনের অবসরগ্রহণ করার পর ২০ বারের লীগ চ্যাম্পিয়নরা ইতোমধ্যে দু’জন কোচ নিয়োগ করেও তাদের কাছ থেকে আশানুরূপ ফল না পেয়ে হতাশার মধ্যে পড়ে যায়। এ সময় প্রথম দফায় ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেছেন ডেভিড মোয়েস। এরপর ক্লাবটির কোচের দায়িত্ব গ্রহণ করেন ডাচ কোচ ভ্যান গাল। এবার ভ্যান গালের উত্তরসূরি হিসেবে সাবেক রিয়াল মাদ্রিদের কোচ মরিনহোকেই বাছাই করেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। পোর্তো ও এসি মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স কাপ শিরোপা জয়ী মরিনহো জানান, ক্লাবটির পক্ষ থেকে তাকে তিন বছরের চুক্তির জন্য প্রস্তাব করা হয়, যার বিপরীতে প্রতি মৌসুমে ১০ থেকে ১৫ মিলিয়ন পাউন্ড দিবে ক্লাব। গত ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়া মরিনহোকে এর বাইরে বোনাস দেয়ার কথাও বলা হয়েছে। প্রতিটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার জন্য ৫ মিলিয়ন পাউন্ড ও লীগ শিরোপার জন্য আড়াই মিলিয়ন পাউন্ড। মরিনহোর প্রতিনিধি জর্জ মেন্ডিস ও ইউনাইটেডের নির্বাহী সহ-সভাপতি এড উডওয়ার্ড আলাপ-আলোচনার মাধ্যমে চেলসির নিয়ন্ত্রণে থাকা মরিনহোর ইমেজ স্বত্বের বিষয়ে একটি সমাধানে উপনীত হয়েছে। বিপরীতে বিতর্কিত এই কোচকে পূর্ণ করতে হবে ম্যানচেস্টার জায়ান্টদের দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা শিরোপা স্বপ্ন। এটাই আসল চ্যালেঞ্জ স্পেশাল ওয়ানের।
×