ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্ট ছাড়লেন কুলাসেকারা

প্রকাশিত: ০৬:৩৫, ২ জুন ২০১৬

টেস্ট ছাড়লেন কুলাসেকারা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অনেক চিন্তা করেই এ সিদ্ধান্ত। মনে হয়েছে, সাদা পোশাক খুলে রাখার এটাই সময়। যা আমাকে রঙিন পোশাকে আরও ভাল করতে সাহায্য করবে। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে-টি২০টা চালিয়ে যেতে চাই।’ বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বলেন, নুয়ান কুলাসেকারা। ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের টেস্ট ছাড়াটা খুব একটা আলোচিত নয়। কারণ সাদা পোশাকে লঙ্কার হয়ে মাঠে নেমেছিলেন প্রায় দুই বছর আগে, ২০১৪ সালের জুনে লর্ডস টেস্টই হয়ে থাকল ক্যারিয়ারের বিদায়ী টেস্ট। তবে কুলাসেকারা সীমিত ওভারের এখনও লঙ্কান বোলিংয়ের মূল ভরসা। ২০০৯ সালে একবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে গিয়েছিলেন নিতাম্বুয়ায় জন্ম নেয়া প্রতিভাবান এই ক্রিকেটার। বলে ভয়ঙ্কর গতি কখনই ছিল না, কিন্তু নিখুঁত লাইন-লেন্থ ও বলের চমৎকার মুভমেন্ট তাকে সীমিত ওভারে ভয়ঙ্কর করে তুলেছে। তবে রঙিন পোশাকের পারফর্মেন্স টেস্টে বয়ে নিতে পারেননি। তাই তো ১১ বছরে খেলার সুযোগ হয়েছে মাত্র ২১টি টেস্ট। ডানহাতি মিডিয়াম পেসে নিয়েছেন ৪৮ উইকেট। ২০০৯-এ পিসারা ওভালে পাকিস্তানের বিপক্ষে ২১ রান দিয়ে ৪ উইকেট ইনিংসে সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে আরও ৮ উইকেট। সেই ৮/৫৮ই ম্যাচে ক্যারিয়ারসেরা। এক হাফ সেঞ্চুরির সাহায্যে ১৪ গড়ে করেছেন ৩৯১ রান। পুরনো বলে নিয়ন্ত্রণের অভাবই ছিল টেস্ট ব্যর্থতার বড় কারণ। জিম্বাবুইয়ে ক্রিকেটে ওলট-পালট স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ে ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এল। বরখাস্ত হলেন হাই-প্রোফাইল কোচ ডেভ হোয়াটমোর! দায়িত্ব পাওয়ার মাত্র ছয় মাসের মধ্যে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকেও অব্যাহতি দেয়া হয়েছে। চাকরি হারিয়েছেন নির্বাচক বোর্ডের প্রধান কেনিওন জেল। বোলিং কোচ মাখায়া এনটিনিকে অন্তর্বর্তী প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। ব্যাটিং কোচ হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন আরেক সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ল্যান্স ক্লুজনার। আর নতুন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। জিম্বাবুইয়ে ক্রিকেটের (জেডসি) সঙ্গে হোয়াটমোরের চার বছরের চুক্তির প্রায় তিন বছর বাকি। কিন্তু মাঠে দলের নাজুক অবস্থায় এক বছরের কিছুটা বেশি সময়েই বরখাস্ত হলেন। এ সময়ে দলটির ওয়ানডে-টি২০ র‌্যাঙ্কিংয়ে পতন হয়েছে, সর্বশেষ টি২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। গত জানুয়ারিতে এলটন চিগম্বুরা পদত্যাগ করলে মাসাকাদজাকে অধিনায়ক করা হয়। তাকেও সরে যেতে হলো। ক্রেমার ছিলেন সহ-অধিনায়ক, তাকে অন্তর্বর্তী অধিনায়ক করা হয়েছে। সবচেয়ে বড় চমক মাত্র ৩৩ বছর বয়সেই জেডসির প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু। সাবেকদের জিম্বাবুইয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত করার দায়িত্বও দেয়া হয়েছে এই তারকাকে। ঘরের মাটিতে ভারত সিরিজের (১১-২২ জুন, ৩ ওয়ানডে, ৩ টি২০) আগে দলীয়, প্রশাসনিক ও কোচিং স্টাফে ব্যাপক রদবদল আনল জেডসি। ক্রিকেটে এক সময়ের ধুরন্ধর দেশটির বর্তমান অবস্থা খুবই নাজুক।
×