ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে সেরেনা

প্রকাশিত: ০৬:৩৫, ২ জুন ২০১৬

কোয়ার্টার ফাইনালে সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। বুধবার ইউক্রেনের এলিনা ভিতলিনাকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করেন তিনি। তবে এবার বৃষ্টিই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে টেনিস তারকাদের সামনে। ২০০০ সালের পর এবারই প্রবল বৃষ্টিতে বাধাগ্রস্ত মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। ক্রমাগত বৃষ্টিতে খেলার সূচী পিছাতে পিছাতে এমন অবস্থা যে অনেককেই পরপর ম্যাচ খেলতে হচ্ছে। আর এ নিয়েই মহিলা এককে সৃষ্টি হয়েচ্ছে চূড়ান্ত বিতর্ক। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও খেলা চালিয়ে যাওয়া হয়। আর বৃষ্টি-বিঘিœত ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা এবং ষষ্ঠ বাছাই সিমোনা হ্যালেপ। তবে সবচেয়ে অবাক হার পোলিশ টেনিস তারকা রাদওয়ানাস্কার। কেননা বৃষ্টির আগে তিনি ৬-৩ এবং ৩-০ সেটে এগিয়ে ছিলেন। তখনও কেউ ভাবতেই পারেনি যে এই ম্যাচে হারতে পারেন। কিন্তু বুলগেরিয়ার স্বেতানা পিরঙ্কোভা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ৩-৬, ৬-৩ এবং ৬-৩ সেটে জিতে! পিরঙ্কোভার বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী অবস্থান ১০২ নাম্বারে। এমন ম্যাচেও হারে রীতিমতো হতাশ পোল্যান্ডের টেনিস তারকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চূড়ান্ত বিস্মিত এবং ভীষণ ক্ষুব্ধ। কারণ বৃষ্টির মধ্যেও আমাদের খেলা চালিয়ে যেতে হয়েছে। এটা কোন ১০ হাজার ডলারের টুর্নামেন্ট নয়। এটা একটা গ্র্যান্ডসøাম। এখানে কি করে বৃষ্টির মধ্যে ম্যাচ খেলানো হলো। আমি এই পরিস্থিতিতে খেলতে পারব না।’ দীর্ঘ সাত বছর পর এই প্রথম ১০০ র‌্যাঙ্কিংধারী কিংবা তারও নিচের সারির খেলোয়াড়ের কাছে হারলেন রাদওয়ানাস্কা। তা কিছুতেই মানতে পারছেন না তিনি। আবহাওয়ার জন্য সেটা হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমার অস্ত্রোপচার হয়েছিল। এই ভিজে বলে, এই রকম কোর্টে আমার পক্ষে খেলা সম্ভবই হচ্ছিল না। তাতেই আমার গল্প শেষ।’ রোমানিয়ার সিমোনা হ্যালেপের হারে অবশ্য ততটা বিতর্ক নেই। কারণ তিনি হেরেছেন অস্ট্রেলিয়ার সাবেক নাম্বার ওয়ান তারকা সামান্থা স্টোসারের কাছে। তবে বৃষ্টি কিংবা প্রতিপক্ষের কোন বাধাই আটকাতে পারছে না সেরেনা উইলিয়ামসকে। দুর্দান্ত গতিতেই ছুটছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। বুধবার টুর্নামেন্টের চতুর্থ পর্বে তিনি ৬-১ এবং ৬-১ সেটে রীতিমতো উড়িয়েই দিয়েছেন ইউক্রেনের ১৮তম বাছাই এলিনা ভিতলিনাকে। প্রতিপক্ষকে হারাতে সেরেনার সময় লেগেছে মাত্র ৬২ মিনিট। কোয়ার্টার ফাইনালে এখন তার প্রতিপক্ষ স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো অথবা কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভা। ফরাসী ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এবারও শিরোপা ধরে রাখতে পারলে নতুন এক কীর্তি গড়বেন তিনি।
×