ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্সেল-জনকণ্ঠ টি২০ বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৩৪, ২ জুন ২০১৬

মার্সেল-জনকণ্ঠ টি২০ বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার ॥ জমকালো আয়োজনে ‘মার্সেল-জনকন্ঠ টি২০ বিশ্বকাপ কুইজে’র ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার দৈনিক জনকণ্ঠ ভবনের কনফারেন্স রুমে সৌভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পর্বে প্রথম পুরস্কার জিতেছেন কুমিল্লার কন্যা সমা। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার বিজয়ীও একজন মেয়ে। তিনি হচ্ছেন সিলেটের আল্পনা দত্ত। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শীঘ্রই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার প্রদানের সময় ও তারিখ বিজয়ীদের ফোনে জানানো হবে। গত ৮ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হয় টি২০ বিশ্বকাপ ক্রিকেট। এ উপলক্ষে মার্সেলের সৌজন্যে দৈনিক জনকণ্ঠ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এতে গোটা দেশে ব্যাপক সাড়া পড়ে এবং হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মার্সেলের এক্সিকিউটিভ ডাইরেক্টর (পিআর এ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবির, মার্সেলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ শহীদ চৌধুরী, মার্সেলের এরিয়া ম্যানেজার আসাদুল ইসলাম, মার্সেলের অফিসার (২) আরজু হোসাইনসহ প্রতিষ্ঠানটির আরও অনেক কর্মকর্তা। ড্র অনুষ্ঠানে ছিলেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের উর্ধতন নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, নির্বাহী পরিচালক জাকির হোসেন, দৈনিক জনকন্ঠের নগর সম্পাদক কাওসার রহমান, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, ফটো সম্পাদক হাসানুজ্জামান তরুণসহ আরও অনেকে। কুইজের ড্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠের বিজ্ঞাপন বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার কামরুল হাসান। পুরস্কার পেলেন যারা প্রথম পর্ব ৫ম পুরস্কার (মার্সেল রাইস কুকার ৫টি) শিলা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। শেখ আবির হোসেন, খুলনা। রুমান, নয়ামাটি। কামাল, কেরানীগঞ্জ, ঢাকা। খোকা, বাগমারা, ময়মনসিংহ। ৪র্থ পুরস্কার (মার্সেল ব্লেন্ডার ৩টি) জাহানারা বেগম, নাখালপাড়া, ঢাকা। তানভির মাহমুদ, গোয়ালনগর, ঢাকা। জনি, এনায়েতগর ৩য় পুরস্কার (মার্সেল মাইক্রোওয়েভ ওভেন ১টি) সাগর, বনানী, ঢাকা। ২য় পুরস্কার (মার্সেল এলইডি টেলিভিশন ২৪ ইঞ্চি ১টি) নাজমুল হুদা, খিলগাঁও, ঢাকা। ১ম পুরস্কার (মার্সেল রেফ্রিজারেটর, ১১.৫ সিএফটি ১টি) সমা, বাগিচাগাঁও, কুমিল্লা। দ্বিতীয় পর্ব ৫ম পুরস্কার (মার্সেল রাইস কুকার ৫টি) খোশনে আরা, নাঙ্গলকোর্ট, কুমিল্লা। ওমর ফারুক, নুরপুর, কুমিল্লা। খায়রুন নেছা, তেজগাঁও, ঢাকা। নাহিদ, চাঁদপুর। যুবরাজ, নয়াটোলা, মগবাজার, ঢাকা। ৪র্থ পুরস্কার (মার্সেল ব্লেন্ডার ৩টি) মায়মুনা মাহি, ডামুডা, শরীয়তপুর ফারিহা, নাসিরাবাদ, চট্টগ্রাম। লাভলী খাতুন, কামারখন্দ, সিরাজগঞ্জ। তৃতীয় পুরস্কার (মার্সেল ২৪ ইঞ্চি টিভি ১টি) চুন্নু মিয়া, খালিশপুর, খুলনা। ২য় পুরস্কার (মার্সেল রেফ্রিজারেটর, ১১.৫ সিএফটি, ১টি) রুমানা বেগম, হেমায়েতপুর, ঢাকা। ১ম পুরস্কার (মার্সেল ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন ১টি) আল্পনা দত্ত, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট।
×