ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃষ্টি নামাতে পাহাড় তৈরি!

প্রকাশিত: ০৫:৫৭, ২ জুন ২০১৬

বৃষ্টি নামাতে পাহাড় তৈরি!

মরু শহর দুবাই। বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর একটি। পর্যাপ্ত তেল ভা-ার। তেলের পাশাপাশি এই শহর যেন টাকার খনিও। আভিজাত্য আর বিলাসিতার চাদরে মোড়া দুবাইবাসীর জীবন। এর আগেও উচ্চাভিলাষী অনেক প্রকল্প নিয়ে বিশ্বকে তাক লাগিয়েছে। তৈরি করেছে বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ খলিফা। কিন্তু এই শহরে একটা জিনিসের বড্ড অভাব। সেটা বৃষ্টি। একফোঁটা বৃষ্টির পানির জন্য হা-পিত্যেশ করে বসে থাকে শহরটির জনসাধারণ। তবে এবার হয়ত দুবাইবাসীর এই আক্ষেপ মিটতে চলেছে। কারণ জলবায়ু পরিবর্তন আর বৃষ্টি নামাতে পুরো পাহাড় তৈরির এক মহাপ্রকল্প হাতে নিয়েছে দেশটি। সোমবার গণমাধ্যমের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আস্ত একটি কৃত্রিম পাহাড় তৈরি করবে যাতে এটি মেঘ সৃষ্টির পর বৃষ্টি নামাতে সাহায্য করে। দেশটির কর্তৃপক্ষ এই পাহাড় তৈরিতে বিশ্বের বাঘাবাঘা বিজ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে জোরকদমে কাজ করছে মার্কিন বিজ্ঞানীরা। আর তাদের সহায়তায় দেশীয় বিজ্ঞানীরাতো রয়েছেনই। কৃত্রিম এই পাহাড় তৈরি হলে তা পেছনে ফেলবে দুবাইয়ের স্কাইলাইন বুর্জ খালিফাকে। ওই পাহাড়ের উচ্চতা হবে প্রায় ২ হাজার মিটার। এই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ওপরে উঠে যাবে গরম বাতাস। তারপর ঠা-া হয়ে সেই বাতাস থেকেই নামবে বৃষ্টি। এই পাহাড় তৈরি করতে খরচ পড়বে প্রায় ১৫ হাজার কোটি ডলার। টেক টাইমস অবলম্বনে।
×