ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্নাতক ডিগ্রী পেল হাঁস

প্রকাশিত: ০৫:৫৬, ২ জুন ২০১৬

স্নাতক ডিগ্রী পেল হাঁস

পোষা প্রাণী হাঁস আবার স্কুলে যায় নাকি? যদি বলা হয় স্কুলে গিয়ে পরীক্ষায় অংশ নেয়ার পর পাকাপাকিভাবে ডিগ্রী পেয়েছে একটি হাঁস। তাহলে এই খবর কেউ বিশ্বাস করতে চাইবে না। তবে খবরটি মিথ্যা নয়। ফ্লোরিডার এক এলিমেন্টারি স্কুল থেকে ডিগ্রী পেয়ে সবার নজরে এসেছে একটি হাঁস। এই খবর চাউর হওয়ার পর সার্জিও নামের এই হাঁসটিকে দেখতে ভিড় জমছে। শুধু কি তাই এই হাঁসটিকে নিয়ে অনলাইনে ‘দ্যা মিরাকল ডাক’ নামে একটি পেজ খোলার পর এতে লাইক পড়ছে বেশ। খবরে বলা হয়েছে, ওই স্কুলটির সায়েন্স শিক্ষার্থীদের গবেষণায় মোট ৪০টি হাঁস যোগার করা হয়। দীর্ঘ পরীক্ষায় সব হাঁস মারা গেলেও এটি বেঁচে যায়। পরে স্কুল কর্তৃপক্ষ এই হাঁসটিকে একটি ডিগ্রী দেয়ার পরিকল্পনা করে। এতে স্কুলের সকল শিক্ষার্থী খুশি হয়। ইউপিআই অবলম্বনে।
×