ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ায় তারেকের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৫:৫৪, ২ জুন ২০১৬

বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ায় তারেকের বিরুদ্ধে ওয়ারেন্ট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ায় দিনাজপুরে দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছে আদালত। বুধবার সকালে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক এই আদেশ জারি করেন। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জেলা ছাত্রলীগের নেতা পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে এ্যাট্রিয়াম বাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান দাবি করেন, ‘একাত্তরে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনী ও পাকবন্ধু।’ যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন বক্তব্য প্রদান, কুৎসা প্রচার ও প্রকাশের কারণে দেশের সম্মানের ক্ষতি হয়েছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে যে স্বাধীন দেশের অদ্ভুদয় হয়েছিল, সেই দেশের একজন নাগরিক হিসেবে বাদীর সম্মানহানি হয়েছে। এই অভিযোগে তিনি দিনাজপুরের প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ ডিসেম্বর সমনের আদেশ দেন আদালত। গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী শামসুর রহমান (পারভেজ) বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছেন।
×