ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি বিভাগে বিভক্ত

প্রকাশিত: ০৫:৪৫, ২ জুন ২০১৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি বিভাগে বিভক্ত

বিশেষ প্রতিনিধি ॥ এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে বিভক্ত করা হলো। একটি জননিরাপত্তা বিভাগ এবং অন্যটি সুরক্ষা সেবা বিভাগ। এই দুটি বিভাগে মোট ৪৯৩ পদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন। কাজের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এ লক্ষ্যে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুটি বিভাগ ভাগ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ রয়েছে। সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ থাকবে। জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভাগ ভাগ করার পাশাপাশি এটা অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে। অনেক দিন ধরেই এ দুটি বিভাগে ভাগ করার কথা চলছিল। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠাল। বিভাগ দুটি গঠিত হলে দুই বিভাগে দুজন সচিব দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে চারটি মন্ত্রণালয়কে বিভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয়। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে বিভক্ত করা হলো। এছাড়া যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙ্গে রেলকে সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় এবং বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ভেঙ্গে পৃথক দুটি মন্ত্রণালয় করা হয়েছে।
×