ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা বিমল হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩৪, ২ জুন ২০১৬

ছাত্রলীগ নেতা বিমল হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১ জুন ॥ ফুলগাজীতে ছাত্রলীগ নেতা বিমল চন্দ্র রায় হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদ- এবং অপর ৬ জনের সাত বছর করে কারাদ- ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ে দ-িত করেছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন। সূত্র জানায়, ফুলগাজীর জিএম হাট স্কুল মাঠে ১৯৯৭ সালের ২৭ অক্টোবর দুপুরে বিমল চন্দ্র রায়কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ২৯ এপ্রিল বিমলের ভাই পরিমল চন্দ্র রায় বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন। কারামুক্ত হলেন বুলবুল স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অবশেষে মুক্তি পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের বরাখাস্তকৃত মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। বুধবার বেলা পৌনে তিনটায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। হত্যা ও নাশকতার মামলায় দুই মাস ১৮ দিন কারাভোগের পরে তিনি জামিনে মুক্তি পান। উচ্চ আদালত থেকে সদ্য জামিন পাওয়া দু’টি মামলার মধ্যে একটি মামলায় গত রবিবার রাষ্ট্রপক্ষের আপীলের শুনানিতে তিনি জামিন পেলে বুধবার কারাগার থেকে মুক্ত করা হয় তাকে। মুক্তি পেয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল প্রথমে হেতেম খাঁ গোরস্তানে যান বাবা-মার কবর জিয়ারত করতে। এরপরে তিনি বাড়িতে যান। সন্তানের সন্ধান চেয়ে যশোরে কাঁদলেন মা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরের বাসিন্দা নাজিম উদ্দিনের সন্ধান চেয়ে কাঁদলেন তার মা, স্ত্রী ও দুই মেয়ে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সাশ্রু নয়নে তারা নাজিম উদ্দিনের উদ্ধারের জন্য আবেদন জানান। গত ২৫ মে ঢাকা থেকে নিখোঁজ হন জিএম নাজিম উদ্দিন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিম উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, তার স্বামী বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফেরেন। এরপর ব্যবসা, বাণিজ্য করার চেষ্টা করছিলেন। এ উদ্দেশ্যে তিনি গত ১৮ মে ঢাকার বসুন্ধরা এলাকায় বন্ধু খন্দকার মাহফুজ আলমের বাড়িতে যান। সেখান থেকে ২৫ মে তার ব্যবসায়িক পার্টনার গাউসুল আযম তাকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তারও কোন সন্ধান নেই। ২৮ মে ঢাকার ভাটারা থানায় জিডি করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ জুন ॥ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসাদকে গুলি করে ও কুপিয়ে হাত-পায়ের রগ কেটে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নাটোর শহরের বড় হরিশপুর এলাকার আসাদুজ্জামান আসাদ মোটর সাইকেলযোগে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যায়। হাজিরা শেষে বাড়ি ফিরার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের অদূরে কালেক্টরেট স্কুলের সামনে একদল সন্ত্রাসী মোটর সাইকেলযোগে এসে তার গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা আসাদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় আসাদ মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সাতক্ষীরায় টর্নেডো ॥ নিহত এক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগর উপজেলার গাবুরায় টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে এক জন নিহত ও চার জন আহত হয়েছে। নিহত হয়েছেন সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী অখীলা বেগম (৫৫)। আহতরা হলেন- নাপিতখালী গ্রামের আলীম মোড়লের ছেলে বাবু, মোক্তার মোড়লের ছেলে আলী হোসেন, ডুমুরিয়া গ্রামের সামাদ তরফদারের ছেলে সাইফুল ইসলাম ও চাঁদনীমুখা গ্রামে ইদ্রীস গাজীর স্ত্রী মর্জিনা। এ সময় ঝড়ে বিধ্বস্ত হয়েছে ৯নং ও ১০নং সোরা, চাঁদনীমুখা, নাপিতখালী, ডুমুরিয়া ও পাশ্বেখালী গ্রামের শতাধিক ঘরবাড়ি ও দোকানঘর। মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরাতে এই টর্নেডো আঘাত হানে। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলী আজম টিটু জানান, টর্নেডোর আঘাতে মুহূর্তেই ৬টি গ্রামের অর্ধ শতাধিক ঘরবাড়ি, দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। যৌনপল্লীর শিশুর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ জুন ॥ সদরের সিএ্যান্ডবি ঘাট যৌনপল্লীর মনি খানমের দুই বছরের মেয়ে মদীনার মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সদর আদালতের হাকিম মাসুদ আলী এ আদেশ দেন। মনি খানম জানান, ২৫ মে বেলা সাড়ে ১১টার দিকে মদীনাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই পল্লির নিবাসী ছালেহা বেগমের ভাড়াটে বন্যা, দোলনা ও বিউটিসহ তাদের সহযোগীরা। কিন্তু বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এ কথা বলে তড়িঘড়ি করে বিনা ময়নাতদন্তে মদীনার লাশ দাফন করা হয়। কেরানীগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে দগ্ধ তিন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১ জুন ॥ জিনজিরা চররঘুনাথপুর এলাকার চারতলা ভবনের ছাদে ডিশ লাইনের সংযোগ দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইসহ তিন যুবক দগ্ধ হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুর দেড়টার দিকে আকরাম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। দগ্ধরা হলেনÑ শাহীন, তার ভাই কবির এবং রাজু। এদের মধ্যে কবির ও রাজুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মাস্টার বাহিনীর দস্যুদের আদালতে সোপর্দ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দুর্র্ধর্ষ বনদস্যু ‘মাস্টার বাহিনী’র ১০ দস্যুকে বুধবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নামে র‌্যাব-৮-এর ডিএডি হাবিবুর রাহমান বাদী হয়ে অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছেন। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, আইনী প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার বিকেলে মংলায় বিএডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে বাহিনীর প্রধানসহ ১০ বনদস্যু আত্মসমর্পণ করে। বিচারকের স্বাক্ষর জাল ॥ পুলিশ কর্মকর্তাসহ আটক দুই স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে অর্ধশত চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগের মামলায় পুলিশের এসআই জাহাঙ্গীর আলম ও সোর্স আবু সাঈদকে আটক করে বুধবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে অর্ধশত চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বীরগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার মামলার শুনানি ছিল। মামলার আসামি এসআই জাহাঙ্গীর আলম ও সোর্স আবু সাঈদ আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১ জুন ॥ শৈলকুপায় পানিতে ডুবে জিম (২) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশু জিম ওই গ্রামের আশরাফুল শেখের ছোট মেয়ে। যশোরে তরুণীকে ধর্ষণ, ধর্ষক আটক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম ওরফে পিয়াসকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সদর উপজেলার রামনগর খাঁ পাড়ার এক তরুণীকে নাজির শঙ্করপুরের শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম পিয়াস বিয়ের প্রলোভন দিয়ে ১ মে রাত ১০টার দিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এভাবে ৩০ মে পর্যন্ত তাকে ওই বাড়িতে আটকে রাখে। সোমবার রাতে পুলিশ সাইফুল ইসলামকে উক্ত বাড়ি হতে ইয়াবাসহ আটক করে। আটক হওয়ার পর তরুণী মুখ খোলে। মঙ্গলবার তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
×