ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাট আধুনিক হাসপাতালে জনবল সঙ্কট

প্রকাশিত: ০৪:৩৩, ২ জুন ২০১৬

জয়পুরহাট আধুনিক হাসপাতালে জনবল সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১ জুন ॥ চিকিৎসা সেবায় পর পর ৮ বার জাতীয় পুরস্কার পেলেও জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসা সেবা এখন বেহাল অবস্থা। চরম চিকিৎসক সঙ্কট, নার্স সঙ্কট, পরিচ্ছন্নতাকর্মী সঙ্কট। এতে চিকিৎসা সেবা প্রায় ভেঙ্গে পড়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব চরম। হাসপাতালে ঢুকতেই নাকে লাগবে উৎকট গন্ধ। ক্যাবিন নষ্ট। পানির ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় পানিবাহিত রোগব্যাধি বংশ বিস্তার করছে। বাথরুম প্রায় ব্যবহার অনুপযোগী। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ৪৫ ডাক্তারের মধ্যে বর্তমানে বিশেষজ্ঞসহ ২০ ডাক্তার নেই। ফলে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ১০০ থেকে ১৫০ শয্যায় উন্নীত হওয়া জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রতিদিনই শত শত রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। এখানে চিকিৎসা সেবা এতটাই উন্নত ছিল যে জয়পুরহাট জেলা ছাড়াও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, নওগাঁ জেলার ধামইরহাট, বদলগাছী ও দিনাজপুর জেলার হিলি, বিরামপুরসহ আশপাশের জেলা থেকে রোগীরা আসত চিকিৎসা সেবা নিতে। কিন্তু ডাক্তার সঙ্কট স্থায়ী রূপ নেয়ায় ঐ এলাকার রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না। বর্তমানে নাক কান গলা, চক্ষু, চর্মরোগ বিশেষজ্ঞসহ ২০ ডাক্তার না থাকায় এই জেলাসহ আশপাশের জেলার রোগীরাও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন । বিশেষজ্ঞ তিন ডাক্তার না থাকায় প্রতিদিন রোগীদের বাইরে গিয়ে ক্লিনিকে অথবা চেম্বারে চিকিৎসা নিতে হচ্ছে। ৪০০-৫০০ টাকা ভিজিট দিয়ে গরিব রোগীরা চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আলী এই অবস্থার কথা স্বীকার করে বলেন, শুধু ডাক্তারই নয়, জনবলও একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে এই হাসপাতালে। ইমার্জেন্সি বিভাগে ৭ মেডিক্যাল অফিসারের পদ থাকলেও বর্তমানে মাত্র ২ জন দিয়েই চলছে জেলা শহরের এই আধুনিক সরকারী হাসপাতাল। আলট্রাসনোগ্রাম, প্যাথলজি, রেডিয়োলজিস্ট ও এনেসথেসিয়া বিভাগে কোন মেডিক্যাল অফিসার নেই। সাপের কামড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুন ॥ মঙ্গলবার রাতে সাপাহার উপজেলা সদরের পালপাড়া মহল্লায় বিষধর সাপের কামড়ে রিমু আক্তার (৯) নামে তৃতীয় শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে। রিমু ওই মহল্লার দিন মজুর আলতাফ হোসেনের কন্যা। জানা গেছে, রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রিমুর বাঁ পায়ের আঙ্গুলে একটি বিষধর সাপ কামড় দিয়ে পালিয়ে যায়। এসময় রিমু চিৎকার করতে থাকলে তার পিতা আলতাফ হোসেন জেগে সাপাটিকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন এবং সঙ্গে সঙ্গে রিমুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাজশাহীতে নেয়ার পথেই রিমুর মৃত্যু ঘটে। ৬ মোটরসাইকেল চোর গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও এবং পুলিশের তৎপরতায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলার ৬ সদস্য ধরা পড়েছে। এরা হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নাসিম, রংপুরের বদরগঞ্জ উপজেলার হাবিবুর রহমান ও নির্মল রায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রেজাউল করিম, নীলফামারীর সৈয়দপুর উপজেলার শাহজাহান আলী এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আবু সাইদ। পুলিশ জানায় রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের সামনে থেকে শিক্ষার্থী নাহিদ হোসেনের একটি ১৫০ সিসি মোটরসাইকেল চলতি বছরের ২০ এপ্রিল চুরি হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণ ভিডিও রংপুর কোতোয়ালি থানায় জমা দেয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পুলিশ মোটরসাইকেল চোর ধরতে সেই দিন নজরদারি শুরু করে। সরকারী জমি দখল করে ক্লাবঘর নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুন॥ চকএনায়েত (বাঙ্গাবাড়িয়া) সেবাশ্রম সংঘ সংলগ্ন সংখ্যালঘু মহল্লায় সওজের পরিত্যক্ত জমি জবরদখল করে ক্লাবঘর নির্মাণ করছে পার্শ্ববর্তী ওয়ার্ডের বহিরাগত কতিপয় বখাটে যুবক। স্থানীয় যুবলীগের প্রভাবশালী এক নেতার মদদে ওইসব যুবক সরকারী ওই জমি দখলের লক্ষ্যেই সংখ্যালঘুদের মহল্লায় বিশাল ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে ক্লাবঘর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। সরকারী জমি দখলের পাশাপাশি শুধু শান্তিভঙ্গের লক্ষ্যেই ক্লাবঘরটি তৈরি করা হচ্ছে বলে মহল্লার হিন্দু সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেছেন। তারা ওই ক্লাবঘর তৈরি বন্ধের দাবিতে স্থানীয় এমপি, রাজনৈতিক নেতা, ডিসি, এসপি, পৌর মেয়র, প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আবেদন করেছেন। রংপুরে খাদ্য ভবন ঘেরাও স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ সরকার নির্ধারিত দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, গ্রামীণ রেশনিং চালু ও কৃষক ক্ষেতমজুর বাঁচাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ প্রদানসহ ৭ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও জেলা খাদ্য ভবন ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। বুধবার বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর জেলা খাদ্য ভবন ঘেরাও করে সমাবেশ করেন তারা। বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলার সভাপতি চন্দন ঘোষের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের আহবায়ক মমিনুল ইসলাম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক শাহীন রহমান, বাসদের আহবায়ক আব্দুল কুদ্দুস, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা মোঃ শানে আলমের ওপর হামলার অভিযোগে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্যের বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গলবার রাতে শহরের পানখাইয়াপাড়া এলাকায় শানে আলমকে লাঞ্ছিত করে একদল দুর্র্বৃত্ত। এই ঘটনার জন্য তিনি জেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং তার ভাই পৌর মেয়র রফিকুল আলমকে দায়ী করেন। ছাত্রলীগ নেতা হত্যাকারীদের ফাঁসি দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার নগরীতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মহানগর ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের আয়োজনে নগরীর সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশে ছাত্রলীগ নেতা রইস আহমেদ মান্নার সভাপতিত্বে ক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়া, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা এ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ল’কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর শ্রমীক লীগ নেতা পরিমল চন্দ্র, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। শেষে ছাত্রলীগ নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি পেশ করেন। কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আড়াইহাজারে কিশোরী শ্রমিক ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ জুন ॥ আড়াইহাজারে স্পিনিং মিলের অভ্যন্তরে লাইনম্যান বিরুদ্ধে কিশোরী শ্রমিককে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটলেও এ বিষয়ে বুধবার দুপুরে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোপীন্দী এলাকার ভাই ভাই স্পিনিং মিলের তুলা কাটার কিশোরী শ্রমিককে একই কারখানার লাইনম্যান রোমান ফুসলিয়ে মিলের অভ্যন্তরের একটি মেশিনের আড়ালে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে ঘটনাটি মিল কর্তৃপক্ষকে জানালে মিল কর্তৃপক্ষ ঐ কিশোরীকে পিতা-মাতাকে ডেকে এনে স্থানীয় পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে তাদের কাছে তুলে দেয়। পরে স্থানীয়ভাবে ধর্ষণের ঘটনাটি মীমাংসা করবে বলে একটি মহল কালক্ষেপণ করে ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে ধর্ষিতার মা বুধবার রোমানকে আসামি করে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করে। অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে অজ্ঞান পার্টির শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা ৬ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বুধবার দুপুরে দিকে নগরীর নওদাপাড়া এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। খবর পেয়ে নগরীর শাহমখদুম থানা পুলিশ তাদের উদ্ধার করে। তবে সাবাই অচেতন থাকায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তারা অচেতন হয়। দুর্বৃত্তরা তাদের কাছ থেকে মালামাল হাতিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
×