ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিসিসি মেয়র রিমান্ড শেষে কারাগারে

প্রকাশিত: ০৪:৩২, ২ জুন ২০১৬

জিসিসি মেয়র রিমান্ড শেষে কারাগারে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সিটি কর্পোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্তকৃত মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার মামলায় রিমান্ডে নিয়ে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুরের কোর্ট পরিদর্শক রবিউল ইসলাম জানান, টঙ্গীর টিএ্যান্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক এমএ মান্নানকে টঙ্গী থানার নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বন আদালত) নাজমুন নাহারের আদালতে হাজির করা হয়। মীরসরাইয়ে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজিসহ শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিন মামুন ওরফে লোহা মামুনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোডস্থ আরকে ভবনের ৬ তলায় জনৈক মামুনের ভাড়া বাসায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, রাত ১০টার দিকে অভিযান চালিয়ে দেশী এলজিসহ হাতেনাতে আটক করা হয় মামুনকে। অটিজম সচেতনতায় ওরিয়েন্টেশন নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ১ জুন ॥ অটিস্টিক শিশুদের আত্মনির্ভরশীল ও তাদের শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার উদ্দেশে বুধবার পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধান, ইউপি চেয়ারম্যন, প্রতিবন্ধী স্কুলের ছাত্র- শিক্ষক,অভিভাবকসহ প্রায় ১০০জন এতে অংশ নেয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সমসের আলী। খুলনায় উঠান বৈঠক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচীর আওতায় ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার উঠান বৈঠক, সঙ্গীত ও সিনেমা শোর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর। সভাপতিত্ব করেন জিলেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন। প্রতিবাদ নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও সহসভাপতি মাজেদ পাটোয়ারী দৈনিক জনকণ্ঠে প্রকাশিত কয়েকটি সংবাদের প্রতিবাদ করে বলেছেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বানোয়াট ও ভিত্তিহীন খবর পরিবেশন করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য : সংসদ সদস্য আফতাব উদ্দিনের মদদে পাথর উত্তোলনের বিষয়ে এনএসআই, ডিজিএফআই ও জেলা প্রশাসন উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে। এছাড়া সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সব বিষয় অবগত আছেন।
×