ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোয়ানু ॥ পটুয়াখালীতে ইটভাঁটির ক্ষতি ২০ কোটি টাকা

প্রকাশিত: ০৪:৩১, ২ জুন ২০১৬

রোয়ানু ॥ পটুয়াখালীতে ইটভাঁটির ক্ষতি ২০ কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১ জুন ॥ ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে পটুয়াখালীর ইটভাঁটি মালিকদের। প্রবল বর্ষণে কাঁচা ইট ধসে ও জ্বলন্ত চুল্লির বয়লারের গোড়া দিয়ে পানি প্রবেশ করে এ ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে ২০ কোটিরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইটভাঁটির মালিক সমিতি। সূত্র জানায়, জেলায় অন্তত ১শ’ ইটভাঁটি রয়েছে। সরেজমিন সদর উপজেলার লোহালিয়া, খলিশাখালী, লাউকাঠি, জৈনকাঠি, ইটবাড়িয়া, কালিকাপুর এলাকার ইটভাঁটিতে দেখা যায়, ইটভাঁটির মাঠজুড়ে সারি সারি কাঁচা ইট ধসে পড়ে রয়েছে। ইটবাড়িয়া এলাকার মেসার্স ফাহিম ব্রিকসের বোঝাই মিস্ত্রি (কাঁচা ইট সাজানো) আবদুল মালেক জানান, চুল্লিতে প্রায় চার লাখ কাঁচা ইট সাজানো ছিল। এছাড়াও বাইরে শুকানো অবস্থায় তিন লাখের বেশি ইট ছিল। প্রবল বর্ষণে চুলা দেবে ও কাঁচা ইট ধসে সব নষ্ট হয়ে গেছে। সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভুরিয়া এলাকার মেসার্স শামীম ব্রিকসের ব্যবস্থাপক মোঃ শামীম আহসান জানান, তিন দিনের বৃষ্টিতে তিন লাখেরও বেশি কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে ২০ লাখ টাকাও বেশি তার ক্ষতি হয়েছে। খলিশাখালী এলাকার মেসার্স কেএমএল ব্রিকসের মালিক মোঃ কামাল হোসেন বলেন, ইটের উৎপাদন ব্যয় বাড়লেও দাম বাড়েনি বরং কমেছে। এই অবস্থায় ঝড়ের প্রভাবে টানা তিনদিন বৃষ্টিতে চুল্লির বয়লারের গোড়া দিয়ে পানি প্রবেশ করে দেবে গিয়ে তিন লাখেরও বেশি ইট নষ্ট হয়েছে। এছাড়াও বাইরে শুকানো অবস্থায় কয়েক লাখ কাঁচা ইট ধসে নষ্ট হয়ে গেছে। পটুয়াখালী ইটভাঁটি মালিক সমিতি আহবায়ক শফিকুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে টানা তিন দিনের টানা বর্ষণে ইটভাঁটির মালিকরা বিরাট লোকসানের মধ্যে পড়েছে। জেলায় শতাধিক পরিবেশবান্ধব ইটভাঁটি রয়েছে। প্রতিটি ইটভাঁটিতে গড়ে ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। নৌবাহিনীতে কমিশন পেলেন ৪১ মিডশিপম্যান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করলেন ২০১৪-বি ব্যাচের ৪১ মিডশিপম্যান। এর মধ্যে তিন প্যালেস্টাইনী মিডশিপম্যানও রয়েছেন। বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল এ্যাকাডেমিতে এ কুচকাওয়াজ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন নৌবাহিনীর প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনীর জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, মিডশিপম্যান ২০১৪-বি ব্যাচের নাজমুল হোসাইন দুই বছর মেয়াদী কমিশনপূর্ব প্রশিক্ষণে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়া মিডশিপম্যান তানজীম রাহাত দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্বর্ণপদক’ এবং মিডশিপম্যান সাব্বির হোসেন তৃতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণপদক’ লাভ করেন।
×