ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত মালবাহী দুই ট্রাক নিয়ে ভেঙ্গে পড়ল ব্রিজ

প্রকাশিত: ০৪:৩১, ২ জুন ২০১৬

অতিরিক্ত মালবাহী দুই ট্রাক নিয়ে ভেঙ্গে পড়ল ব্রিজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর এলাকার বাইপাস সংযোগ সড়কের একটি বেইলি ব্রিজ অতিরিক্ত দুটি সিমেন্টবাহী ট্রাক নিয়ে ভেঙ্গে পড়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকায় অবস্থিত লোহার বেইলি ব্রিজটি বেশ কয়েক বছর থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তাই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ লেখা সংবলিত দুটি সাইনবোর্ড লাগানো হয়। তবে দেখভালের কোন লোক না থাকায় হরহামেশাই ব্রিজটির ওপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করেছে। বুধবার ভোরে দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙ্গে পড়ে। আধা ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা একটি ট্রাকের ভেতর থেকে আহত চালক-হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী জানান, বুধবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই সড়কের বিকল্প পথ হিসেবে বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কে যানবাহন চলাচল শুরু করে। জানা যায়, ভোর ৫টার দিকে ক্ষতিগ্রস্ত ব্রিজের ওপর একসঙ্গে অতিরিক্ত সিমেন্ট ভর্তি তিনটি ট্রাক ওঠে। একটি ট্রাক পার হওয়া মাত্রই অপর দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙ্গে পড়ে। খবর পেয়ে সকালেই সওজ কর্মকর্তারা ঘটনাস্থলে আসে। সিরাজগঞ্জ থেকে একটি বেইলি সেতু এনে সেখানে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগির যান চলাচল শুরু হবে বলেও জানান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী। সুন্দরবনের দুই ‘আগুনদস্যু’ আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে একের পর এক নাশকতার আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার মামলার এজাহারভুক্ত দুই আগুনদস্যুকে ভারতে পালিয়ে যাওয়ার সময় প্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে যশোরের বেনাপোলগামী একটি পরিবহনে অভিযান চালিয়ে মাসুম হাওলাদার ও ইব্রাহিম হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আগুনদস্যু মাসুম হাওলাদার সুন্দরবনে পরিকল্পিতভাবে আগুন দেয়ার ঘটনায় শরণখোলা থানার গত ১৯ এপ্রিল দায়ের করা মামলার আসামি। এছাড়া ইব্রাহিম হাওলাদার সুন্দরবনে পরিকল্পিতভাবে আগুন দেয়ার ঘটনায় একই থানায় দায়ের করা গত ১ মে মামলার আসামি। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় গত ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মাত্র এক মাসে চারবার পরিকল্পিতভাবে আগুন দিয়ে বন পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। সুন্দরবনে পরিকল্পিতভাবে আগুনের ঘটনায় চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে বাগেরহাটের আদালত ও শরণখোলা থানায় আগুনদস্যুদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন।
×