ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে রেলের বাসা নিয়ে বাণিজ্য

প্রকাশিত: ০৪:৩০, ২ জুন ২০১৬

চট্টগ্রামে রেলের বাসা নিয়ে বাণিজ্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রেলের বাসা বরাদ্দ ও হস্তান্তর নিয়ে কেলেঙ্কারি শুরু হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তার দফতরের অডিটর বিজয় চন্দ্র করের বাসাটি প্রতারণা করে জিএম (পূর্ব) এর বাজেট দফতরের কম্পিউটার অপারেটর সুজন করের নামে বরাদ্দ দেয়ার মতো অস্বাভাবিক ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে মূলত সুজন কর ভাড়া বাণিজ্য গড়ে তুলতে নিজের বাসা বাতিল করে বিজয় করের বাসা বরাদ্দের পাঁয়তারা করছেন। এমন ঘটনার সঙ্গে অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব) ও সহকারী মহাব্যবস্থাপক (পূর্ব) এর দায়িত্বহীনতার পরিচয় পাওয়া গেছে। তবে গত এক মাসেও সুজন করের বিরুদ্ধে জিএম দফতর থেকে পদক্ষেপ নেয়া হয়নি। অভিযোগ রয়েছে, সুজন কর তার বরাদ্দকৃত বাসাটির বরাদ্দ বাতিল করে অডিটর বিজয় করের বাসাটি বরাদ্দ পাওয়ার জন্য পাঁয়তারা শুরু করেছেন। তবে এর আগে বিজয় করের বাসাটি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে প্রতারণা করে নিজের নামে বরাদ্দ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন। এ চাঞ্চল্যের মূল কারণ হচ্ছে বিজয় করের বাসাটি তুলনামূলকভাবে সুবিধাজনক। ফলে সেই বাসাটি সুজন কর বরাদ্দ নেয়ার অপচেষ্টা করেছেন। সিআরবি’র অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (সার্বিক) স্বাক্ষরিত গত ২৫ এপ্রিল বিভাগীয় তদন্ত রিপোর্টে সুজন কর রেকর্ড অনুযায়ী বাসা (নং ৫/২-ও, পলোগ্রাউন্ড কলোনি) ও বিজয় কর বাসা (নং-ডিএসআর-১/বি, পলোগ্রাউন্ড) বসবাস করায় এফএএন্ডসিএও/পূর্ব কর্তৃক বরাদ্দ আদেশ বহাল এবং অতিরিক্ত জিএম কর্তৃক জারিকৃত আদেশ বাতিলের ঘোষণা দেয়া হয়। দাফতরিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পূর্ব) এর দফতরে কর্মরত অডিটর বিজয় চন্দ্র কর ২০১০ সালের ৭ ডিসেম্বর থেকে বরাদ্দপ্রাপ্ত বাসায় (নং-ডিএসআর-১/বি, পলোগ্রাউন্ড) সপরিবারে বসবাস করছেন। রেল কর্তৃপক্ষ তার বেতন থেকে বাসা ভাড়া, বিদ্যুত, গ্যাস ও পানির বিল কর্তন করছে। বিজয় করের ভাই মুকুল চন্দ্র অবসরে যাওয়ার কারণে একই বাসায় বসবাস করছেন। কিন্তু সরলতার সুযোগ নিয়ে বিজয় করের বাসাটি নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ আদেশ বাতিলের জন্য মুকুল চন্দ্রের ছেলে সুজন কর পাঁয়তারা করছেন। অথচ গত ১৮ এপ্রিল তার বরাদ্দপ্রাপ্ত বাসা (নং ৫/২-ও, পলোগ্রাউন্ড কলোনি) এসএসএই/কার্য/ কলোনি/ চট্টগ্রাম এর কাছ হস্তান্তর করেন। কিন্তু কি কারণে বরাদ্দকৃত বাসা হস্তান্তর করা হয়েছে সে বিষয়ে সুজন করের আবেদনে সুনির্দিষ্ট কোন উল্লেখ নেই। কিন্তু সে বাসায় এখনও সুজন কর অবস্থান করছে। এ ব্যাপারে রেলের পূর্বাঞ্চলীয় সহকারী জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন জানান, এ বিষয়ে মুকুল কর ও তার ছেলে সুজন কর সমঝোতার প্রস্তাব দিয়েছেন। অল্প কয়েকদিনের মধ্যে এ বিষয়টি নিষ্পত্তি করা হবে।
×